৮৪টি ওষুধ অত্যন্ত বিপজ্জনক স্বীকার কেন্দ্রের রিপোর্টেই

কেন্দ্রীয় সংস্থার রিপোর্টই স্বীকার করে নিল কোলেস্টেরল, ডায়াবেটিস এবং অ্যাসিডিটির ওষুধ-সহ মোট ৮৪টি ওষুধ শরীরের পক্ষে অত্যন্ত বিপজ্জনক।

Must read

প্রতিবেদন: ভয়ঙ্কর খবর। কেন্দ্রীয় সংস্থার রিপোর্টই স্বীকার করে নিল কোলেস্টেরল, ডায়াবেটিস এবং অ্যাসিডিটির ওষুধ-সহ মোট ৮৪টি ওষুধ শরীরের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। অথচ এসব ওষুধই রমরমিয়ে চলছে বাজারে। আরোগ্যের আশায় বিশ্বাস করে মানুষ গ্রহণও করছেন তা। কিন্তু কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন স্পষ্ট জানিয়েছে, এই ওষুধগুলোর গুণগত মান মোটেই নিরাপদ নয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরেই এই সিদ্ধান্তে এসেছে তারা।

আরও পড়ুন-দিল্লিতে বিরোধী নেত্রী অতিশি

জারি করেছে সতর্কবার্তাও। নির্দেশ দিয়েছে ওষুধগুলো দ্রুত বাজার থেকে তুলে নেওয়ার। চলবে না রফতানিও। জীবাণুঘটিত বিভিন্ন রোগের বেশ কিছু ওষুধও আছে এই নিষেধাজ্ঞার তালিকায়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এতদিন ধরে কী করছিল কেন্দ্রের দফতর? নজরদারি তাহলে কি নিয়মিত ছিল না? লক্ষণীয়, গত ডিসেম্বরেই তাদের শেষ রিপোর্ট প্রকাশ্যে এসেছে।

Latest article