বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে দেশে সবচেয়ে শক্তিশালী দল তৃণমূলই, প্রমাণ করল কেরলের দলীয় কনক্লেভ

সারা দেশে যেকোনও প্রান্তে বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলই যে সবচেয়ে শক্তিশালী দল তা প্রমাণিত হয়ে গেল দলের কেরলের কনক্লেভে

Must read

প্রতিবেদন: সারা দেশে যেকোনও প্রান্তে বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলই যে সবচেয়ে শক্তিশালী দল তা প্রমাণিত হয়ে গেল দলের কেরলের কনক্লেভে। বাংলার মতোই আগামী বছর কেরলের বিধানসভার ভোট৷ সেই ভোটে শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ভাল ফল করার লক্ষ্যে এবার কেরলে দলের সাংগঠনিক বিস্তারের কাজ শুরু করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস৷ এই লক্ষ্যে শনি ও রবি- পরপর দু’দিন কেরলে জনসংযোগ ও বিশেষ প্রচারাভিযান করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল৷ সমুদ্র তীরবর্তী কেরলে দলের সদস্য সংখ্যা বাড়ানোর লক্ষ্যে মেম্বারশিপ ড্রাইভও পরিচালনা করা হবে দলের তরফে৷ কেরলের আমজনতার জন্য মালয়ালম ভাষায় প্রকাশিত হবে তৃণমূল নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন ও রাজনৈতিক কর্মবৃত্তান্তর উপরে রচিত বই৷ রাজ্যের প্রাক্তন বিধায়ক পি ভি আনওয়ার আগেই তৃণমূলে যোগদান করেছেন৷ তাঁকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কেরলের আহ্বায়কও করা হয়েছে৷

আরও পড়ুন-৮৪টি ওষুধ অত্যন্ত বিপজ্জনক স্বীকার কেন্দ্রের রিপোর্টেই

প্রাক্তন বিধায়ক আনওয়ারের পৌরোহিত্যে পরিচালিত শনি ও রবি দু’দিনের এই বিশেষ প্রচারাভিযানে অংশ নিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এবং লোকসভার সাংসদ মহুয়া মৈত্র৷ রবিবার মাল্লাপ্পুরমের অন্যতম বড় শহর মানজেরিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে বড় রাজনৈতিক সভার আয়োজনও করা হয়৷ এই সভায় যোগদানের জন্য স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উত্‍সাহ লক্ষ্য করা গিয়েছে৷ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন বিধায়ক ও দলের আহ্বায়ক পি ভি আনওয়ার৷ উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এবং লোকসভা সাংসদ মহুয়া মৈত্র৷ কেরলে কেন সাংগঠনিক বিস্তার করছে তৃণমূল, সাংবাদিক সম্মেলনে তার ব্যাখ্যা দেন ডেরেক ও’ব্রায়েন। বলেন, আমরা এখানে বড় বড় কথা বলতে আসিনি৷ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে আমাদের এই সফর দারুণ হয়েছে৷ আমরা এখানে কেরলের সাধারণ মানুষের সঙ্গে আলাপ করতে এসেছি, তাঁদের অভিজ্ঞতা, সমস্যার কথা শুনতে এসেছি৷ তাঁদের কাছে আমাদের দলের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আদর্শের কথা তুলে ধরতে এসেছি৷ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে দেশের সর্বত্র তৃণমূল কংগ্রেসই যে প্রধান শক্তি, পরিসংখ্যান সহকারে সেকথাও তুলে ধরেন দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং মহুয়া মৈত্র৷

Latest article