প্রতিবেদন: সারা দেশে যেকোনও প্রান্তে বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলই যে সবচেয়ে শক্তিশালী দল তা প্রমাণিত হয়ে গেল দলের কেরলের কনক্লেভে। বাংলার মতোই আগামী বছর কেরলের বিধানসভার ভোট৷ সেই ভোটে শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ভাল ফল করার লক্ষ্যে এবার কেরলে দলের সাংগঠনিক বিস্তারের কাজ শুরু করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস৷ এই লক্ষ্যে শনি ও রবি- পরপর দু’দিন কেরলে জনসংযোগ ও বিশেষ প্রচারাভিযান করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল৷ সমুদ্র তীরবর্তী কেরলে দলের সদস্য সংখ্যা বাড়ানোর লক্ষ্যে মেম্বারশিপ ড্রাইভও পরিচালনা করা হবে দলের তরফে৷ কেরলের আমজনতার জন্য মালয়ালম ভাষায় প্রকাশিত হবে তৃণমূল নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন ও রাজনৈতিক কর্মবৃত্তান্তর উপরে রচিত বই৷ রাজ্যের প্রাক্তন বিধায়ক পি ভি আনওয়ার আগেই তৃণমূলে যোগদান করেছেন৷ তাঁকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কেরলের আহ্বায়কও করা হয়েছে৷
আরও পড়ুন-৮৪টি ওষুধ অত্যন্ত বিপজ্জনক স্বীকার কেন্দ্রের রিপোর্টেই
প্রাক্তন বিধায়ক আনওয়ারের পৌরোহিত্যে পরিচালিত শনি ও রবি দু’দিনের এই বিশেষ প্রচারাভিযানে অংশ নিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এবং লোকসভার সাংসদ মহুয়া মৈত্র৷ রবিবার মাল্লাপ্পুরমের অন্যতম বড় শহর মানজেরিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে বড় রাজনৈতিক সভার আয়োজনও করা হয়৷ এই সভায় যোগদানের জন্য স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উত্সাহ লক্ষ্য করা গিয়েছে৷ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন বিধায়ক ও দলের আহ্বায়ক পি ভি আনওয়ার৷ উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এবং লোকসভা সাংসদ মহুয়া মৈত্র৷ কেরলে কেন সাংগঠনিক বিস্তার করছে তৃণমূল, সাংবাদিক সম্মেলনে তার ব্যাখ্যা দেন ডেরেক ও’ব্রায়েন। বলেন, আমরা এখানে বড় বড় কথা বলতে আসিনি৷ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে আমাদের এই সফর দারুণ হয়েছে৷ আমরা এখানে কেরলের সাধারণ মানুষের সঙ্গে আলাপ করতে এসেছি, তাঁদের অভিজ্ঞতা, সমস্যার কথা শুনতে এসেছি৷ তাঁদের কাছে আমাদের দলের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আদর্শের কথা তুলে ধরতে এসেছি৷ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে দেশের সর্বত্র তৃণমূল কংগ্রেসই যে প্রধান শক্তি, পরিসংখ্যান সহকারে সেকথাও তুলে ধরেন দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং মহুয়া মৈত্র৷