তিন সমবায়ে বিপুল জয় তৃণমূলের

দুটি সমবায় সমিতিতে বিরোধীশূন্য ও একটিতে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়াতে আবির মেখে উচ্ছ্বাসে মাতেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা।

Must read

সংবাদদাতা, রায়দিঘি: ফের সমবায়ে বিপুল জয় তৃণমূলের। রায়দিঘি বিধানসভা এলাকার ৩টি সমবায় সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় তৃণমূল কংগ্রেসের। রবিবার রায়দিঘি বিধানসভার ৩টি সমবায় সমিতি রাধাকান্তপুর সমবায় সমিতি, গিলের ছাট ও খাড়ি সমবায় সমিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে রাধাকান্তপুর সমবায় সমিতির ১০টি আসনেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। একইভাবে খাড়ি সমবায় সমিতির ১৬টি আসনেও জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র গিলের ছাট সমবায় সমিতির ৯টি আসনের মধ্যে ১টি আসন পায় বিরোধীরা। ৩টি সমবায় সমিতির নির্বাচনে ২টিতে বিরোধী শূন্য ও একটিতে একক সংখ্যাগরিষ্ঠতায় সমবায় সমিতি নিজেদের দখলে রাখল তৃণমূল কংগ্রেস। জয়ের পর উচ্ছ্বাসে মাতেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা।

আরও পড়ুন-বেকারত্বের শীর্ষে বিজেপিরাজ্য উদ্বেগের কারণ কেন্দ্রের রিপোর্টই

দুটি সমবায় সমিতিতে বিরোধীশূন্য ও একটিতে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়াতে আবির মেখে উচ্ছ্বাসে মাতেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। বিজয় উৎসবে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার ও রায়দিঘি বিধানসভার বিধায়ক অলোক জলদাতা। বিধায়ক বলেন, বাংলার দরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নকে সামনে রেখে একের পর এক সমবায় সমিতির তৃণমূল কংগ্রেসের জয় এনে দিয়েছে।

Latest article