সংবাদদাতা, হাবড়া: সামনেই বিধানসভা নির্বাচন (Bidhansabha election)। তার আগে বিরোধীদের অপপ্রচার রুখতে মাঠে নামল ফিয়ারলেস এআইটিসি মেম্বারস বা ফ্যাম। রাস্তায় নেমে জনসংযোগের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও চালাতে হবে প্রচার। কাজে লাগাতে হবে সোশ্যাল মিডিয়ার গুণাগুণকে। এমনটাই নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার সেই নির্দেশ মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের নিজস্ব সমাজমাধ্যম ‘ফ্যাম’কে নিয়ে ময়দানে নামলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক।
আরও পড়ুন-তিন সমবায়ে বিপুল জয় তৃণমূলের
রবিবার হাবড়ার ফ্যামের সদস্যদের নিয়ে বৈঠক করেন বিধায়ক। জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন, হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ সাহা, উপ পুরপ্রধান সিতাংশু দাস-সহ অন্যরা। জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে ফ্যামের কর্মসূচি শুরু হয়ে গেল। সমাজিক মাধ্যমে কীভাবে অপপ্রচারের বিরুদ্ধে জনমত গঠন করা হবে সে ব্যাপারে ফ্যামের বিশেষজ্ঞ দল কর্মীদের তালিম দিয়েছেন। এদিন হাবড়ার ১৪ নম্বর ওয়ার্ডের একটি অনুষ্ঠান বাড়িতে ফ্যামের কর্মসূচি শুরু হয়। সেখানে শহরের ২৪টি ওয়ার্ড থেকে বাছাই করা পাঁচজন করে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক কর্মসূচির সূচনা করেন। বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, গত ১৪ বছরের রাজ্য সরকার অনেক উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করেছে। সে-ব্যাপারে এবার আমাদের কর্মীরাই সামাজিকমাধ্যমে প্রচার করবে। বিরোধীরা কোনও অপপ্রচার করলে, আমাদের কর্মীরাই সামাজিক মাধ্যমে তার জবাব দেবেন। ফ্যাম আমাদের দলের নিজস্ব সংগঠন। তারা আমাদের দলের সংস্থায় কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন।