সকাল থেকে বজবজের সেবাশ্রয় শিবিরে অভিষেক

বজবজের অভিরামপুর কামারের মাঠের সেবাশ্রয় শিবির ঘুরে দেখেন তিনি। শিবিরে এসে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কথা বলেন সাংসদ।

Must read

প্রতিবেদন : সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা এলাকায় পঞ্চাশ দিন পেরিয়েও এগিয়ে চলেছে সেবাশ্রয় শিবির। রবিবাসরীয় ছুটির দিনে বজবজের শিবির পরিদর্শন করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ।

আরও পড়ুন-নেতৃত্বে জ্যোতিপ্রিয়, পথে নামল ফ্যাম

বজবজের অভিরামপুর কামারের মাঠের সেবাশ্রয় শিবির ঘুরে দেখেন তিনি। শিবিরে এসে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কথা বলেন সাংসদ। রোগীদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। কথা বলেন রোগীর পরিবারের সদস্যদের সঙ্গেও। এদিন কত মানুষ রেজিস্ট্রেশন করিয়েছেন, তারও খোঁজ নেন। সরাসরি সাংসদের কাছে দুরারোগ্য সমস্যা ও ব্যয়বহুল চিকিৎসার কথা জানান এক রোগীর আত্মীয়। কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন অভিষেক। সেবাশ্রয়ের আওতায় হাসপাতালে সফল অস্ত্রোপচার হওয়া ৯ বছরের আলতাফের খোঁজও নেন।

Latest article