দুই ভাই মিলেই কি খুনের ছক?

Must read

প্রতিবেদন : ট্যাংরা-কাণ্ডে (Tangra Case) কিশোর প্রতীপ জানিয়েছে তার কাকাই খুন করেছে কাকিমা এবং দিদিকে তবে এই ঘটনায় শুধুমাত্র প্রসূন নয়, জড়িত প্রণয়ও। এমনটাই অনুমান তদন্তকারীদের। প্রতীপ জানিয়েছে, ট্যাংরার দে পরিবারের দুই বধূ রোমি দে ও সুদেষ্ণা দে এবং ১৪ বছরের কিশোরী প্রিয়ম্বদাকে নৃশংসভাবে হত্যা করে প্রসূন দে। প্রতীপ জানিয়েছে, তার দিদি প্রিয়ম্বদা কোনও ভাবেই পায়েস খেতে চাইছিল না। কিন্তু তাকে মারধর করে সেই বিষ মেশানো পায়েস খাওয়ানো হয়েছিল। রোমি ও সুদেষ্ণার মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হয়েছে বলেই স্পষ্ট করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। এই নির্মম হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী প্রসূন একাই নাকি তাঁর দাদাও, তা নিশ্চিত করতে আরও তদন্ত চলছে। সোমবার প্রতীপকে হাসপাতাল থেকে ছাড়া হবে। প্রসূনও হাসপাতাল থেকে ছাড়া পাবে শীঘ্রই।

আরও পড়ুন- ইউজিসি নেটের ফল প্রকাশ হল

Latest article