ভারতী ঘোষ প্রয়াত, শোক ক্রীড়ামন্ত্রীর

Must read

প্রতিবেদন : প্রয়াত টেবল টেনিস কোচ ভারতী ঘোষ (Bharati Ghosh)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুছিলেন তিনি। শিলিগুড়ির মাটিগাড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তিও ছিলেন। প্রথাগত কোচিং ডিগ্রি না থাকলেও, ভারতী ছিলেন বাংলার অন্যতম সেরা টিটি কোচ। খুব অল্প বয়সেই কোচিং শুরু করেছিলেন। টেবল টেনিসকে সময় দিতে পারবেন না, এই আশঙ্কায় বিয়েও করেননি। সব মিলিয়ে প্রায় তিন হাজার ছাত্র-ছাত্রী রয়েছে ভারতীর।

আরও পড়ুন- আরও ভাল বল করতে পারি, হুঙ্কার কুলদীপের

ভারতী ঘোষের (Bharati Ghosh) প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। তাঁর বক্তব্য, ‘‘প্রয়াত হলেন টেবল টেনিস জগতের বিখ্যাত প্রশিক্ষক তথা ক্রীড়াগুরু ভারতী ঘোষ। অর্জুন পুরস্কারপ্রাপ্ত মান্তু ঘোষ থেকে শুরু করে গণেশ কুণ্ডু-সহ অনেক বিখ্যাত খেলোয়াড় উঠে এসেছেন তাঁর হাত ধরে। রাজ্য সরকারের তরফে ২০১৯ সালে ‘বঙ্গরত্ন’ ও ২০২১ সালে ক্রীড়া দফতরের তরফে ‘ক্রীড়াগুরু’ সম্মানে ভূষিত করা হয়েছিল তাঁকে। বছরখানেক আগে উত্তরবঙ্গ সফরের সময় ওঁর বাড়িতে গিয়েও দেখা করে এসেছিলাম। ব্যক্তিগত সম্পর্ক থাকার নিরিখে বলতেই পারি প্রশিক্ষকের ডিগ্রি না থাকলেও ভারতীদি শুধু বাংলা নন, দেশের অন্যতম সেরা টেবল টেনিস কোচ ছিলেন। ওঁর প্রয়াণ শুধু টেবল টেনিস না, বাংলার ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের জানাই সমবেদনা। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।’’

Latest article