মার্চের মধ্যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হবে, জানালেন শিক্ষামন্ত্রী

Must read

সংবাদদাতা, মালদহ : আর দেরি নয়, এবার মার্চ মাসের মধ্যেই সমাবর্তন হবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে (University of Gour Banga)। সোমবার মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের (University of Gour Banga) ইন্টার কলেজ স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধনে এমনটাই জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়গুলির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চেয়ে সমার্তন অনুষ্ঠানের অনুমোদন দিতে চাননি রাজ্যপাল। তাই সমাবর্তন অনুষ্ঠানের অনুমোদন মেলেনি। এরফলে সমস্যায় পড়তে হয় পড়ুয়াদের। এই সব সমস্যা মেটাতে এবার মার্চের মধ্যেই সমাবর্তন অনুষ্ঠান হবে বলে সাফ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি দীর্ঘ নয় বছর পর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে অনুষ্ঠিত হল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইন্টার কলেজ স্পোর্টস। সোমবার ইন্টার কলেজ স্পোর্টস প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই প্রতিযোগিতা দুই দিন ধরে চলবে। ইন্টার কলেজ স্পোর্টস মিটে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা মোট ২৪টি কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এদিন ১২টি বিভাগে ১২০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। ইন্টার কলেজ স্পোর্টসকে আকর্ষিত করার জন্য ফুটবল কাবাডি খো খো প্রতিযোগিতার বিভাগ রাখা হয়েছে। এই প্রতিযোগিতা উপলক্ষে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট কার্ড প্রকাশের পাশাপাশি নিউজ পেপারের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যের দুই প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন, বিধায়ক আবদুর রহিম বক্সি মৌসম নুর, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় প্রমুখ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, খুব শীঘ্রই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মার্চ মাসের মধ্যেই সমাবর্তন অনুষ্ঠান হবে। শিক্ষামন্ত্রীর এই ঘোষণায় খুশি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী।

আরও পড়ুন- নিরাপত্তা ও সুবিধা বাড়িয়ে ডাক্তারদের সভায় অভিভাবকের ভূমিকায় মুখ্যমন্ত্রী

Latest article