ঝোড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা

Must read

প্রতিবেদন : ফের হাওয়াবদলের ইঙ্গিত। রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা দক্ষিণের একাধিক জেলায়। সঙ্গে চলবে ঝোড়ো হাওয়াও। এর ফলে খানিকটা নিম্নমুখী হতে পারে তাপমাত্রা। কলকাতায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। মূলত জোড়া ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জেরেই আবহাওয়ার এই পরিস্থিতি তৈরি হয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। সব জায়গাতেই কমবেশি বৃষ্টিপাত হবে। সোমবার থেকে একেবারে বৃষ্টিপাত কমে যাবে পরিষ্কার হবে আকাশ। উত্তরের জেলাতেও সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা।

আরও পড়ুন- নির্দিষ্ট এলাকায় গতি বেঁধে দিল কলকাতা পুলিশ

Latest article