সমবায় সমিতি নির্বাচনে জয়ী তৃণমূল

Must read

সংবাদদাতা, মালদহ : ফের মালদহে সমবায় সমিতি নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করল তৃণমূল কংগ্রেস (TMC)। মালদহের গাজোলে পূর্ব করকচ সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। বামফ্রন্টের পক্ষ থেকে নয়জন প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু বিজেপি ও কংগ্রেস কোনও প্রার্থী দিতে পারেনি। ফলে তৃণমূল কংগ্রেসের সাথে সরাসরি লড়াই হয় বামেদের। নয়টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সবক’টি আসনেই জয়ী হয়েছে। ভোটের ফলাফল ঘোষণা হতেই জয় যাপনে মাতেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। জয়ী প্রার্থীদের সবুজ আবির রাঙিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। জয়ের পর স্থানীয় এলাকা জুড়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গাজোল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীনেশ টুডু, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার প্রমুখ। জানা গিয়েছে, পূর্ব করকচ সমবায় সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ৯০০ জন। মোট ৯টি আসনেই তৃণমূল প্রার্থী দেয়। আর বামফ্রন্ট ৯টি। এদিন সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। সন্ধ্যা নামতেই ফলাফল প্রকাশ করা হয়।

আরও পড়ুন- ঝোড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা

Latest article