শিন্ডে বনাম ফড়নবিশ লড়াই তুঙ্গে

Must read

সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: ছাই ছাপা আগুন জ্বলছিল অনেকদিন ধরেই, ধিক ধিক করে৷ এবার লবিবাজির সেই আগুনই সামনে এসে পড়েছে যেখানে মহারাষ্ট্রের মহাজুতি সরকারের অস্তিত্বই বিপন্ন হওয়ার পথে, দাবি করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের তরফে৷ বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের (Eknath Shinde vs Devendra Fadnavis) ডেপুটি হিসেবে তিনি যে কাজ করতে আদৌ আগ্রহী নন, প্রথম দিন থেকেই তা স্পষ্ট করে দিয়েছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে৷ এটা জানার পরেও বিজেপির শীর্ষ নেতৃত্ব খানিকটা জোর করে চাপ দিয়ে শিন্ডেকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করতে বাধ্য করেন৷ এর পর থেকেই শুরু হয় লবির সংঘাত৷ এই সংঘাতই এবার চরমে উঠেছে৷ দেবেন্দ্র ফড়নবিশ নিজে শিন্ডে জমানার বেশ কিছু সিদ্ধান্ত পরিবর্তন করে দিয়েছেন৷ এর মধ্যে আছে রাজ্য পরিবহণ বিভাগের অধীনে নতুন বাস কেনার টেন্ডার এবং বিভিন্ন এজেন্সি মারফত কৃষকদের ফসল কেনার উদ্যোগ৷ একনাথ শিন্ডে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়ে এই সব সিদ্ধান্ত নিয়েছিল মহারাষ্ট্র সরকার৷ এখন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর পূর্বসূরির সিদ্ধান্তের উপরেই দাঁড়ি টেনে দিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ (Eknath Shinde vs Devendra Fadnavis)৷ এর পরেই মারাত্মক চটেছেন একনাথ শিন্ডে৷ তিনি বুঝতে পারছেন তাঁর ডানা ছাঁটা হচ্ছে পাকাপাকিভাবে৷ তারপরেও কোনও উপায় নেই তাঁর হাতে৷ এই পরিস্থিতিতে শিন্ডেকে কোণঠাসা করার জন্য নতুন পরিকল্পনা করেছেন দেবেন্দ্র ফড়নবিশ৷ পুরনো মন্ত্রিসভার সিদ্ধান্ত রদ করার পাশাপাশি নতুন কোনও গুরুত্বপূর্ণ প্রকল্পের ফাইলও তিনি উপমুখ্যমন্ত্রীর অফিসে পাঠাচ্ছেন না৷ ফলে এই মুহূর্তে কার্যত কোনও কাজই নেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের৷ এই পরিস্থিতিতে শিন্ডে গোষ্ঠীর দাবি, বেশিদিন এই অবস্থা চলবে না৷ অদূর ভবিষ্যতেই পাল্টা আঘাত আসবে শিন্ডের থেকে৷ সেই সময়েই মুষলপর্বের ষোলোকলা সম্পন্ন হবে, দাবি রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের৷

আরও পড়ুন- আচ্ছে দিন! মোদি জমানায় তালা ঝুলেছে ১০ লক্ষ সংস্থায়

Latest article