‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-শিন্ডে বনাম ফড়নবিশ লড়াই তুঙ্গে
কালো মেঘ
ঐ আঁধার মেঘটা সরিয়ে দাও না…
ওটা আমার ভালো লাগছে না
ঐ মেঘটার মধ্যে লুকিয়ে আছে আতঙ্ক
আকাশের চোখে দেখো চোখ ভরা জল
ঝরে পড়বার অপেক্ষায় অশ্রুর দানা বেঁধেছে
কালো মেঘ তোমাকে কি আকাশ ধমকেছে
যে তোমার এত রাগ?
তোমার এতো কিসের অহংকার?
কেন নিজের মতো এতো মারামারি করো?
কেন মেঘে মেঘে ধাক্কা মেরে বিস্ফোরণ ঘটাও?
তোমাদের বিস্ফোরণের শব্দে চমকে যায় পৃথিবীর মানুষ।
তৈরি করো বিদ্যুতের ঝলকানি,
কেড়ে নাও মানুষের প্রাণ—
বিদ্যুৎ কি তোমার নেকলেস্?
নেকলেসের মালা পরে মানুষকে কেন চমকাও?
তুমি তো হতে পারতে সাদা মেঘ
তুমি তো হতে পারতে আকাশী মেঘ
আকাশের অভ্যন্তরে তৈরি করতে পারতে
আর একটা আকাশ
তৈরি করতে পারতে আকাশী আলো
বাসতে পারতে মানুষকে ভালো
দিতে পারতে পৃথিবীকে মিষ্টি বৃষ্টি
করতে পারতে আর একটা নতুন পৃথিবী সৃষ্টি।
গাঁথতে তো পারতে তারার মণিহার—
জ্বালতে তো পারতে পৃথিবীতে সভ্যতার আলো—
তাই তো চাই না আঁধার মেঘের মেঘ গোমড়া আলো
দেখতে চাই সাদা মেঘের মাঝে
পৃথিবীকে ঝলোমলো।