ফের মঙ্গলের সকালে কলকাতায় (North Kolkata) হাড়হিম করা ঘটনা। এবার দুই মহিলার ট্রলিব্যাগ থেকে উদ্ধার হল মুণ্ডহীন দেহ। ভারী হওয়ার ফলে সেটা বেশ কষ্ট করেই টেনে আনছিলেন এই দুই মহিলা। স্বাভাবিকভাবেই এমন ঘটনার পর উত্তর কলকাতায় উত্তেজনা এখন তুঙ্গে।
আরও পড়ুন-সাতাশের সভা নিয়ে সার্কুলার দলের
আজ, মঙ্গলবার সকালে আহিরীটোলার কাছে, কুমোরটুলি ঘাটের ধারে দুই মহিলাকে ভারী ট্রলি ব্যাগ টেনে নিয়ে যেতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। দ্রুত উত্তর বন্দর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে বাধ্য করে দুই মহিলাকে ব্যাগ খুলে দেখাতে। প্রথম নারাজ থাকলেও পরে খুলতে দেয় তারা ব্যাগ। ট্রলিব্যাগ খুলতেই ভিতরে দেখা যায় মুণ্ডহীন দেহ। দুই মহিলাকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। তাঁদের দুজনেরই মুখ মাস্কে ঢাকা ছিল বলেই স্থানীয় সূত্রে খবর। পুলিশকর্মীরা এসে প্রশ্ন করলে দুই মহিলা দাবি করেন, একটি ল্যাব্রাডর কুকুরের দেহ আছে ভিতরে। কিন্তু স্থানীয় বাসিন্দারা তা মানতে চাননি কারণ দুই মহিলা ট্যাক্সি থেকে একটি ট্রলিব্যাগ হাতে নেমে ট্যাক্সিওয়ালার সঙ্গে টাকাপয়সা নিয়ে বেশ বাকবিতণ্ডা চালান যার পরেই সকলের সন্দেহ বাড়ে। পরে যদিও ট্যাক্সিটি চলে যায়। ট্রলিব্যাগটি এতই ভারী ছিল যে দুই মহিলা সেটি টানতে পারছিলেন না।
আরও পড়ুন-নিউ টাউন : ১৭ দিনে চার্জশিট
পুলিশের তরফে প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুই মহিলার কাছে ট্রেনের টিকিট পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, হাসনাবাদ লাইনের কাজিপাড়া থেকে তাঁরা ট্রেনে করে এখানে এসেছেন। তারা নিজেরাই খুন করেছেন কাউকে না অন্য কেউ খুনের পর তাদের দিয়ে এই কাজ করিয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, এর আগে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে এক দুষ্কৃতীর মুণ্ডহীন দেহ উদ্ধার হয় যা নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়েই।