ল্যান্সডাউন প্লেস নাম বদলে হল প্রতুল মুখোপাধ্যায় সরণি

কিছুদিন আগেই দীর্ঘদিন ধরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : শুক্রবার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার থেকে ল্যান্সডাউন প্লেস সরকারিভাবে পরিচিতি পেল ‘প্রতুল মুখোপাধ্যায় সরণি’ নামে। এদিন কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে এমনটাই ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম। মহানাগরিক জানিয়েছেন, ল্যান্সডাউন প্লেসকে প্রতুল মুখোপাধ্যায় সরণি হিসেবে নামাঙ্কিত করা হয়েছে। পুরসভার রোড রিনেমিং কমিটি এই রাস্তার নাম বদল করে দিয়েছে।

আরও পড়ুন-এক্সট্রা Y-ফ্যাক্টর

কিছুদিন আগেই দীর্ঘদিন ধরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। তাঁকে শ্রদ্ধা জানিয়ে গত একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানেই প্রতুল মুখোপাধ্যায়ের নামে ল্যান্সডাউন প্লেসের নামকরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই শুরু হয় নামবদলের সরকারি প্রক্রিয়া। পুরসভার রোড রিনেমিং কমিটির তরফে অফিসিয়ালি ল্যান্সডাউন প্লেসের নাম বদল করা হয়। এদিন পুরসভার বাজেট অধিবেশনে সরকারিভাবে সেই ঘোষণা করেন মেয়র।

Latest article