গেরুয়া মন্ত্রীর চিঠিতেই ফাঁস হল অঙ্গনওয়াড়িতে নিয়োগ দুর্নীতি

ঘোর বিপাকে যোগী আদিত্যনাথ। নিজের মন্ত্রিসভার সদস্যের চিঠিতেই বেআব্রু হয়ে গেল গেরুয়া রাজ্যের অঙ্গনওয়াড়িতে বড়সড় দুর্নীতি।

Must read

প্রতিবেদন : বিপাকে, ঘোর বিপাকে যোগী আদিত্যনাথ। নিজের মন্ত্রিসভার সদস্যের চিঠিতেই বেআব্রু হয়ে গেল গেরুয়া রাজ্যের অঙ্গনওয়াড়িতে বড়সড় দুর্নীতি। ফের নিয়োগ দুর্নীতির পর্দাফাঁস হল যোগীরাজ্যে। আর সেই পর্দা ফাঁস করলেন যোগী মন্ত্রিসভার এক সদস্যই। তাঁর চিঠিতেই প্রকাশ্যে এল উত্তরপ্রদেশে অঙ্গনওয়াড়ি নিয়োগে বিরাট দুর্নীতি। কর্মী নিয়োগে বড়সড় দুর্নীতির অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি বিভাগের শীর্ষ আধিকারিককে চিঠি লেখেন রাজ্যের প্রতিমন্ত্রী প্রতিভা শুক্লা। সেই চিঠিতে নিয়োগ দুর্নীতি চক্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে যোগীরাজ্যে।
এর আগে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএসে শিশুদের খাবারের মান নিয়ে বিতর্কের মুখে পড়ে যোগী প্রশাসন।

আরও পড়ুন-মনরেগায় অতিরিক্ত টাকা দেবে না কেন্দ্র

এবার সামনে এল নিয়োগ দুর্নীতি। রাজ্যের বিভিন্ন জেলায় ৫২ হাজারের বেশি অঙ্গনওয়াড়ি পদ খালি রয়েছে। গত বছর থেকে সেই সমস্ত পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করে উত্তরপ্রদেশ সরকার। কিন্তু বহু জেলায় নিয়োগে অনিয়ম ধরা পড়ে। হাইকোর্টে মামলাও হয়। ফলে বাধার মুখে স্থগিত হয়ে যায় নিয়োগ। উচ্চপর্যায়ের আধিকারিকদের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করেও যোগী সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারেনি। এরই মাঝে ফের দুর্নীতির অভিযোগ ওঠায় গভীর সংকটে পড়েছে প্রশাসন।
মন্ত্রী চিঠিতে লেখেন, টাকার খেলায় নিয়মবহির্ভূতভাবে নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের। ফলে নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ প্রশাসন। এর আগেও উত্তরপ্রদেশে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। এর আগে বিজেপি বিধায়ক মনোজ পাণ্ডে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলেছিলেন যোগী সরকারের বিরুদ্ধেই। বিধানসভায় এই ইস্যুতে আলোচনার দাবিও তুলেছিলেন তিনি। কেন্দ্রের বিজেপি সরকার বারবার বাংলার সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে একাধিক টিম পাঠিয়েছিল। এবার ডবল ইঞ্জিন যোগীরাজ্যেই উঠেছে দুর্নীতির ভয়ানক অভিযোগ। এখন কেন নিশ্চুপ কেন্দ্র? কেন যোগীরাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হচ্ছে না? প্রশ্ন তৃণমূলের।

Latest article