নিউজিল্যান্ডের বিরুদ্ধে শামিকে হয়তো বিশ্রাম

দু’দিনের ছুটি কাটিয়ে বুধবার থেকে ফের নেটে ফিরবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ।

Must read

দুবাই, ২৫ ফেব্রুয়ারি : দু’দিনের ছুটি কাটিয়ে বুধবার থেকে ফের নেটে ফিরবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ। যা দু’টি দলের কাছেই নিয়মরক্ষার। কারণ ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল পাকা করে ফেলেছে ভারত ও নিউজিল্যান্ড। আর কিউয়িদের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হতে পারে মহম্মদ শামিকে। ভারতীয় শিবির সূত্রের খবর তেমনটাই।

আরও পড়ুন-বয়স ভাঁড়ানোর মামলায় স্বস্তি লক্ষ্যর

পাকিস্তান ম্যাচে তিন ওভার বল করার পরেই পেশির চোটে মাঠ ছেড়েছিলেন শামি। পরে অবশ্য মাঠে ফিরে আরও পাঁচ ওভার বল করেন। শামির পেশির চোট তেমন গুরুতর নয়। যদিও কোনও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। সেমিফাইনালে শামি যাতে পুরোপুরি তরতাজা হয়ে মাঠে নামতে পারেন, তাই কিউয়িদের বিরুদ্ধে অভিজ্ঞ পেসারকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। সেক্ষেত্রে শামির পরিবর্তে টুর্নামেন্টে প্রথমবার ২২ গজে বল হাতে দেখা যেতে পারে বাঁ হাতি পেসার অর্শদীপ সিংকে।
ইংল্যান্ডের প্রাক্তন পেসার ডারেন গফও নিউজিল্যান্ড ম্যাচে শামিকে বিশ্রাম দিয়ে বাড়তি একজন স্পিনারকে খেলানোর পরামর্শ দিয়েছেন ভারতীয় শিবিরকে। গফের বক্তব্য, ‘‘শামির পক্ষে টানা খেলার ধকল নেওয়া কঠিন। আমি থাকলে নিউজিল্যান্ড ম্যাচে ওকে বিশ্রাম দিয়ে একজন বাড়তি স্পিনারকে খেলাতাম। পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর, ভারতীয়দের আত্মবিশ্বাস এই মুহূর্তে তুঙ্গে। ওদের যা ব্যাটিং শক্তি, তাতে বাড়তি একজন স্পিনারকে খেলাতেই পারে। কারণ দুবাইয়ের পাটা পিচে জোরে বোলারদের জন্য কিছু নেই। দ্বিতীয় পেসারের ভূমিকা হার্দিক ভালই পালন করতে পারবে।’’

আরও পড়ুন-পিসিশাশুড়িকে খুন মা-মেয়ের

এদিকে, বিরাট কোহিলকে নিয়ে মুগ্ধতা যেন বেড়েই চলেছে ক্রিকেটপ্রেমীদের। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো সেঞ্চুরির পর, দুবাইয়ে বিরাটকে নিয়ে মাতামাতি আরও বেড়েছে। ছোটবেলার কোচ রাজকুমার শর্মাকে নিজের খরচে দুবাই উড়িয়ে এনেছিলেন বিরাট। হোটেলে থাকার এবং পাকিস্তান ম্যাচ দেখার ব্যবস্থাও করে দেন। রাজকুমার বলছেন, ‘‘বিরাট মাঠে নামলেই সবার প্রত্যাশা বেড়ে যায়। প্রত্যেকে আশা করে, বিরাট রান করবে, দলকে জেতাবে। বিরাট দেশকে যত ম্যাচ জিতিয়েছে, আর কোনও ভারতীয় ক্রিকেটার এতগুলো ম্যাচ জিতিয়েছে কিনা সন্দেহ।’’ বিরাটের কোচ আরও যোগ করেছেন, ‘‘একটা ব্যাপার সবাইকে বুঝতে হবে, বিরাটও মানুষ। কখনও কখনও ফর্ম হারাতেই পারে। কিন্তু বিরাট জাত ক্রিকেটার ছিল, আছে এবং থাকবে।’’

Latest article