২৫ মার্চ ফের ‘দিল্লি চলো’র ডাক কৃষকদের

কেন্দ্রের ভ্রান্ত কৃষিনীতি এবং বিজেপির কৃষকবিরোধী পদক্ষেপের প্রতিবাদে ফের পথে নামছে কিষাণ মজদুর মোর্চা এবং কিষাণ মজদুর সংগ্রাম কমিটি।

Must read

প্রতিবেদন: কেন্দ্রের ভ্রান্ত কৃষিনীতি এবং বিজেপির কৃষকবিরোধী পদক্ষেপের প্রতিবাদে ফের পথে নামছে কিষাণ মজদুর মোর্চা এবং কিষাণ মজদুর সংগ্রাম কমিটি। ২৫ মার্চ কৃষকরা দাবি আদায়ের জন্য রওনা হবেন দিল্লির অভিমুখে। তার আগে ৮ মার্চ দেশব্যাপী বিক্ষোভ দেখাবেন কৃষিজীবীরা। মঙ্গলবার অমৃতসর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন আন্দোলনকারীদের নেতা সারওয়ান সিং পান্ধে।

আরও পড়ুন-দেনায় ডুবে? ৫ জনকে খুন করে নিজেও বিষ খেল যুবক

তাঁর ঘোষণা, ৮ মার্চ আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে দেশব্যাপী বিক্ষোভ অনুষ্ঠিত হবে। মহাসড়কগুলি পুনরায় চালু করার দাবিতে। কৃষকদের পথযাত্রা শম্ভু সীমান্ত থেকে রওনা হওয়ার কথা ছিল ২৫ ফেব্রুয়ারি। কিন্তু সরকারি বৈঠকে কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে একমাস। কৃষকদের ১২টি মূল দাবি সমর্থনে নতুন করে আন্দোলনে নামছে তারা।

Latest article