প্রতিবেদন: বিনাশকালে বুদ্ধিনাশ। শূন্য থেকে মহাশূন্যে বিলীন হওয়ার পথে সিপিএম (CPIM) শেষপর্যন্ত বলে বসল, ফ্যাসিস্ট বলা যাবে না মোদি সরকারকে। বিজেপিও ফ্যাসিবাদী দল নয়। বলা চলবে না নিও ফ্যাসিস্টও। এপ্রিলেই পার্টি কংগ্রেস। তার আগেই এই বার্তা পাঠানো হয়েছে দলীয় কর্মীদের উদ্দেশ্যে। স্পষ্ট হয়ে গিয়েছে রাম-বামের অশুভ আঁতাত।
আরও পড়ুন-২৫ মার্চ ফের ‘দিল্লি চলো’র ডাক কৃষকদের
পার্টির আচমকা এই ভূমিকা পরিবর্তনে দলীয় কর্মী-সমর্থকরা শুধু বিস্মিত নন, তীব্র ক্ষোভ দেখা দিয়েছে দলের বিভিন্ন স্তরে। সমালোচনার ঝড় তুলেছে বাম শরিকরাও। তাদের দাবি, অবিলম্বে সিপিএমকে সংশোধন করতে হবে নিজেদের অবস্থান। বিভিন্ন রাজ্যের কর্মীদের উদ্দেশ্যে সিপিএম যে নোট পাঠিয়েছে তাতে বলা হয়েছে, এখনই বিজেপি বা মোদিকে ফ্যাসিবাদী বলা যাবে না। কেন্দ্রের কাজকর্মে নব্য ফ্যাসিবাদী বৈশিষ্ট্য দেখা গেলেও এখনই মোদির অধীনে দেশের রাজনৈতিক ব্যবস্থা সম্পূর্ণভাবে নব্যফ্যাসিবাদী রূপ নিয়েছে তা বলার সময় আসেনি। সিপিএমের এই অবস্থানই বলে দিচ্ছে তাদের দৈন্যদশা।