সংবাদদাতা, বারুইপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আশঙ্কাই শেষে সত্যি হল। অনলাইনে ভোটার আবেদনের সুযোগে ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা করছে বিজেপি। বারুইপুর পূর্বের চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে ধরা পড়ল প্রায় সাড়ে চার হাজার ভুতুড়ে ভোটার! নাম স্কুটিনি করার সময়ই নজরে এসেছে এই বিপুল ভুতুড়ে ভোটার। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন-পানীয় জল সরবরাহে বরাদ্দ আরও ৭০০ কোটি
ভোটার তালিকা থেকে এই ভুয়ো ভোটারদের বাদ দেওয়ার দাবিতে মঙ্গলবার বারুইপুর বিডিও অফিসে মহকুমা শাসকের হাতে ডেপুটেশন দিলেন বিধায়ক তথা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সায়নী ঘোষ। এদিন ফুলতলা বিডিও অফিসের সামনে কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক গণ-ডেপুটেশন দিতে হাজির হন।