‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-বিরল রোগ সচেতনতা দিবস
ঝড়
ঝড়-এর প্রলয়টা থামিয়ে দাও
মিষ্টি হাওয়া ছোঁয়া দাও।
উঠুক ফুঁড়ে পাষাণ থেকে শান্তির মহীরুহ
ধরণীতে ঈদ উৎসবে খুশির বাতাস বহ।
নবকেতনের ঝান্ডা উড়িয়ে আসুক কিশলয়
জয় করো সব দুর্জয়, হও গো বরাভয়
যৌবন নদীর রিয়াস—বিয়াসে তৈরি হোক রিস্তা
সবার মাঝে হাসছে নদী, নামটা তার তিস্তা।
চড়ুইপাখির, চড়ুইভাতি সুবেশে আলোর উৎসবে
চন্দ্র তারার হরিৎ আঁচলে গগনে
তপন হাসবে
উচ্ছ্বসিত হবে মেঠো গন্ধে শীতল দিঘির জল
উৎসারিত হবে রঙেবর্ণে ভিন্ন ভিন্ন ফল।
ফুলে ফলে বর্ণে ছন্দে বর্ণময়ী মা বাংলা
ফিঙে শালিক বক কোকিলে বন- অরণ্য শামলা
মাটি-পাথর আর চুনো পুঁটির দুর্দান্ত
জলখেলায়।
ডিঙি নৌকা সব যেন মিশেছে এই মেলায়।
মিষ্টি বৃষ্টির শীতল হাওয়ার শীত কুয়াশার লগনে
সৃষ্টিসুখের সুশোভিত মন উল্লসিত গগনে
হৃদয় মাঝারে সবার আগে জাগে খুশির প্লাবন
তাই তো চাই না কোনও প্রলয়,
বুঝলে ভাদ্র শ্রাবণ!