রিজেন্ট পার্কে যুবকের দেহ, মৃত্যু নিয়ে ধন্দ

Must read

প্রতিবেদন : রিজেন্ট পার্ক (Regent Park) এলাকায় মধ্যরাতে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। দেহের পাশে পড়েছিল একটি হেলমেট। মৃত যুবক অনুপ মণ্ডল। তিনি হরিদেবপুরের বাসিন্দা। কিন্তু কীভাবে তিনি রিজেন্ট পার্ক (Regent Park) এলাকায় এলেন ও কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে রয়েছে ধন্দ।
মঙ্গলবার রাত পৌনে তিনটে নাগাদ স্থানীয় বাসিন্দারাই রাস্তার উপর যুবককে পড়ে থাকতে দেখেন। বয়স ৩৫ বছরের কাছাকাছি। খবর দেওয়া হয় রিজেন্ট পার্ক থানায়। মৃত যুবকের পাশে হেলমেট পাওয়া গেলেও কোনও বাইক ছিল না। প্রশ্ন শুধু হেলমেট নিয়ে কোথায় যাচ্ছিলেন যুবক। বাইকটিই বা কোথায় গেল? পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

আরও পড়ুন-উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রে এবার থাকবে ডিজিটাল সিরিয়াল নম্বর

Latest article