প্রতিবেদন : গাড়ি চালাতে চালাতে হঠাৎই বুকে ব্যথা। ফোন নিয়ে কোনওক্রমে ১০০ ডায়ালে ফোন করলেন চালক। কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট (Traffic Sergeant) ছুটে এলেন তড়িঘড়ি। সময় নষ্ট না করে সোজা নিয়ে যান হাসপাতালে। প্রাণ ফিরে পেলেন হৃদরোগে আক্রান্ত যুবক। সোমবার রাতে এজেসি বোস রোড-মা ফ্লাইওভারের মাঝে ঘটনা। ব্যস্ত রাস্তায় পর পর এগিয়ে চলেছে গাড়ি। হঠাৎই একটি গাড়ির ব্রেক কষেন চালক। সিটে থাকা মোবাইলে তড়িঘড়ি ১০০ নম্বরে ডায়াল করেন। শুধু একটা কথাই বলেছিলেন— বুকে ব্যথা, অসুস্থবোধ করছি। আর কথা বলতে পারেননি। এরপর ওই ব্যক্তির মোবাইল লোকেশন দেখে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন পার্ক সার্কাস ৭ পয়েন্টে কর্তব্যরত সার্জেন্ট স্নেহাশিস মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন হোমগার্ড কমল মাহাতো ও দুই সিভিক ভলান্টিয়ার শিবনাথ মণ্ডল ও রফিকুল গাজি। তাঁরা পৌঁছে দেখেন ওই চালক সিটে বসে বুকের ব্যথায় কাতরাচ্ছেন। তড়ঘড়ি তাঁকে ফ্লাইওভার থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী ইসলামিয়া হাসপাতালে। ভর্তি করা হয় অসুস্থ ব্যক্তিকে। ততক্ষণে খবর দেওয়া হয় ওই ব্যক্তির বাড়িতেও। চিকিৎসক জানান, ওই গাড়িচালক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে পুলিশের তৎপরতায় গোল্ডেন আওয়ারের মধ্যে হাসপাতালে নিয়ে আসায় বেঁচে গিয়েছেন যুবক। তিনি বিপন্মুক্ত ও সুস্থ হয়ে উঠছেন। এই ঘটনায় গাড়িচালক এবং তাঁর পরিবার কলকাতা ট্রাফিক পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।