কোকোর রক্তে প্রাণ বাঁচল লিও-র, কলকাতায় পোষ্যের সফল রক্তদান

এই পরিস্থিতিতে তাকে নিয়ে আসা হয় প্রতীপ চক্রবর্তীর অ্যানিম্যাল হেলথ প্যাথোলজিকাল ল্যাবে। রক্ত দিতে এগিয়ে আসেন ঋষিকান্ত মুখোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : রক্তের জটিল রোগে আক্রান্ত দশমাসের লিও। লিও বাঁচবে কী করে? কোথায় মিলবে রক্ত? ঠিক সেই সময়েই সারমেয় লিও-র জীবন বাঁচাতে রক্ত দিল আরেক সারমেয় কোকো। পথ দেখাল শহরের পশু চিকিৎসাকেন্দ্র। পোষ্যদের রক্তদানের এই অভিনব উদ্যোগ ফেসবুকে শেয়ার করলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। সুস্থতাও কামনা করলেন দুই পোষ্যের। সত্যজিৎ বিদ্যার্থীর ১০ মাসের পুরুষ ডোবারম্যান লিও জটিল রোগে আক্রান্ত। রক্তের প্রয়োজন তার। হিমোগ্লোবিন নেমে গিয়েছে ৩-এ। এই পরিস্থিতিতে তাকে নিয়ে আসা হয় প্রতীপ চক্রবর্তীর অ্যানিম্যাল হেলথ প্যাথোলজিকাল ল্যাবে। রক্ত দিতে এগিয়ে আসেন ঋষিকান্ত মুখোপাধ্যায়। তাঁর ১০ বছরের গোল্ডেন রিট্রিভর কোকো রক্তদান করে। কোকোর রক্তে সুস্থ হয়ে ওঠে লিও। এই রক্তদান পথ দেখায় নতুন চিকিৎসার।

আরও পড়ুন-দাপুটে জয় ডায়মন্ড হারবারের

লিও-র এখনও ডায়ালিসিস, কেমোথেরাপির প্রয়োজন। সম্পূর্ণ চিকিৎসা হবে এই পশু চিকিৎসাকেন্দ্রেই। আর্ত মানুষের প্রাণ বাঁচাতে রক্তদানে বারবার শহরের মানবিক মুখ দেখা যায়। তবে পোষ্যের জন্য এমন সুযোগ পাওয়া অনেক সময়ই উপযুক্ত পশু চিকিৎসাকেন্দ্র ও মানবিক পোষ্য অভিভাবকদের অভাবে সম্ভব হয়ে ওঠে না। এবার সেই পথ দেখাচ্ছে অ্যানিম্যাল হেলথ প্যাথোলজিকাল ল্যাব। এই রক্তদান সফল হওয়ার পর কুণাল ঘোষ দুই সারমেয় ও তাদের চিকিৎসাকেন্দ্রের উদ্দেশে লেখেন, পোষ্যদের চিকিৎসার আধুনিক সব যন্ত্র বসিয়েছেন প্রতীপ। কিছুদিন আগেই এটির একটি শাখার উদ্বোধনে গিয়েছিলাম। সেই ইউনিট যে এত জটিল চিকিৎসা পরিষেবা দিচ্ছে, জেনে একজন পোষ্যপ্রেমী হিসেবে ভাল লাগল। প্রতীপ এবং টিমকে শুভেচ্ছা। কোকোকে আদর। লিও সুস্থ থাকুক।

Latest article