লাহোর, ২৬ ফেব্রুয়ারি : বিশ্বকাপের ছবি চ্যাম্পিয়ন্স ট্রাফিতেও। আবারও এক রুদ্ধশ্বাস লড়াইয়ে আফগানিস্তানের (Afghanistan) কাছে হারল ইংল্যান্ড। সাদা বলের ক্রিকেটে আফগানিস্তানের সাফল্য আর অঘটন নয়। পরপর দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছুটি হয়ে গেল ইংল্যান্ডের। ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালের দৌড়ে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার সঙ্গে রশিদ খানরাও।
ইব্রাহিম জাদরানের নজির গড়া ১৭৭ রানের ইনিংসের সৌজন্যে জস বাটলারদের সামনে ৩২৬ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল আফগানিস্তান। জবাবে ইংল্যান্ড সাময়িক ধাক্কা সামলেও শেষ পর্যন্ত মরিয়া লড়াই করে ৪৯.৫ ওভারে ৩১৭ রান তুলতে সক্ষম হয়। ৮ রানে হার বাটলারদের। কাজে এল না জো রুটের ১২০ রানের লড়াকু ইনিংস।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়লেন আফগান ওপেনার জাদরান। ভেঙে দিলেন চলতি টুর্নামেন্টেই ইংল্যান্ডের বেন ডাকেটের ১৬৫ রানের রেকর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধেই ওপেন করতে নেমে জাদরান করলেন ১৭৭ রান। নতুন রেকর্ড হল চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
এদিন শুরুটা ভাল হয়নি আফগানিস্তানের (Afghanistan)। ৩৭ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। সেখান থেকে ইনিংস গড়ার কাজটা করেন জাদরান এবং অধিনায়ক হশমতুল্লা শাহিদি। দু’জনে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ১০৩ রান। মাঝের ওভারে উইকেট বাঁচিয়ে শেষ দিকে দ্রুত রানও তোলেন আফগান ব্যাটাররা। জাদরানের ১৪৬ বলের বিধ্বংসী ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও ছ’টি ছক্কা। তাঁকে সঙ্গ দেন আজমাতুল্লা ওমরজাই (৪১) ও মহম্মদ নবি (৪০)। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন জোফ্রা আর্চার।
জবাবে শুরুটা ভাল হলেও মাঝে সমস্যায় পড়ে ইংল্যান্ড। কিন্তু রুট থাকায় ম্যাচ তাদের গ্রিপেই ছিল। রুট ফেরার পর শেষ দিকে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। আর্চার ও জেমি ওভার্টন জুটি বাঁধেন। দুজনে ফেরার পর শেষ ওভারে হাতে ১৩ রানের পুঁজি নিয়ে বাজিমাত করেন আজমাতুল্লা ওমরজাই। ডান হাতি পেসার এদিন একাই নেন ৫ উইকেট। তবে ম্যাচের সেরা অবশ্যই আফগান মহাকাব্যের নায়ক ইব্রাহিম জাদরান।
আরও পড়ুন- সেলিস জাদুতে জয়ের হ্যাটট্রিক