প্রতিবেদন : ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে (Diamond Harbour Government Medical College) ভর্তি হওয়ার অভিযোগ এক ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে। ঘটনায় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দিয়ে পড়ুয়ার ভর্তি বাতিল করার দাবি জানায়। হাসপাতাল কর্তৃপক্ষ জবাবে জানিয়েছে, অভিযোগ আসার পরই বিষয়টি স্বাস্থ্য ভবন ও ওয়েলফেয়ার সোসাইটিকে জানানো হয়। নির্দেশ মতো ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ, পরমব্রত রায় নিট দিয়ে ২০২৩ সালে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে (Diamond Harbour Government Medical College) ভর্তি হন। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির অভিযোগ, ডাক্তারি পড়ুয়া পরমব্রত প্রথমে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর সাব-ডিভিশনাল অফিস থেকে ২০২৩ সালের ৫ জুন তারিখে এসসি শংসাপত্র সংগ্রহ করেন। ২ মাস পর অগাস্টের ১১ তারিখে উত্তর ২৪ পরগনার বসিরহাট সাব-ডিভিশনাল অফিস থেকে তফসিলি উপজাতির শংসাপত্র সংগ্রহ করেন এবং তার ভিত্তিতেই মেডিক্যালে ভর্তি হন।
আরও পড়ুন- চক্রান্তের উদ্দেশ্যে অভিষেকের নাম ভাসাল সিবিআই, পাল্টা কড়া বিবৃতি