নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি : স্বামী এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী ভারতীয় কবাডি দলের সদস্য তথা বর্তমান বিজেপি নেতা। আবার স্ত্রী বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী বক্সার। দু’জনেই অর্জুন পুরস্কার পেয়েছে। এবার স্বামী দীপক হুডার বিরুদ্ধে পণ চেয়ে নিত্যদিন মারধর করার অভিযোগ আনলেন স্ত্রী সুইটি বোরা! তিনি এই নিয়ে হরিয়ানার হিসারের মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন। পাল্টা অভিযোগ তুলে সুইটির পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দীপকও।
আরও পড়ুন-বাংলার মানুষের জন্য জীবন উৎসর্গ : ইউসুফ
প্রসঙ্গত, অবসরের পর রাজনীতিতে পা রেখেছেন দীপক। গত বছর হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে মেহম আসনে লড়েও হেরে গিয়েছিলেন।
২০২৩ সালে বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন সুইটি। এবারই তিনি অর্জুন পুরস্কার পেয়েছেন। অন্যদিকে, দীপক ২০১৬ সালে সাফ গেমসে সোনাজয়ী কবাডি দলের সদস্য ছিলেন। এর আগে ২০১৪ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জও জেতেন। ২০২২ সালে দু’জনে বিয়ে হয়। কিন্তু তার পর থেকেই দাম্পত্য কলহ লেগেই রয়েছে। সুইটির অভিযোগ, বিয়ের সময় পণ হিসাবে নগদ এক কোটি টাকা ও একটি এসইউভি গাড়ি দাবি করেছিলেন দীপক। তা না পাওয়াতে শারীরিক নির্যাতন করা শুরু করেন। অন্যদিকে, দীপকের অভিযোগ, সুইটির পরিবার তাঁর সম্পত্তি আত্মসাৎ করার জন্য নিয়মিত হুমকি দিচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতার ৮৫ নম্বর ধারায় দীপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু প্রাক্তন খেলোয়াড় তথা বর্তমান বিজেপি নেতাকে থানায় তলব করা হলেও, তিনি আসেননি। এই প্রসঙ্গে দীপকের বক্তব্য, তিনি মানসিকভাবে এতটাই আঘাত পেয়েছেন যে, অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসার সব নথি জমা দিয়ে হাজিরা দেওয়ার জন্য কিছুটা সময় চেয়েছেন।