নির্বাচন এবং সাধারণ প্রচারে ১,৭৫৪ কোটি খরচ বিজেপির

২০২৩-’২৪ সালে ভারতীয় জনতা পার্টি নির্বাচন ও সাধারণ প্রচারে ১,৭৫৪ কোটি টাকা ব্যয় করেছে। যা এই বছরে দলের ব্যয়ের সিংহভাগ।

Must read

প্রতিবেদন: ২০২৩-’২৪ সালে ভারতীয় জনতা পার্টি নির্বাচন ও সাধারণ প্রচারে ১,৭৫৪ কোটি টাকা ব্যয় করেছে। যা এই বছরে দলের ব্যয়ের সিংহভাগ। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)-এর একটি প্রতিবেদন অনুযায়ী, বিজেপির অন্যান্য ব্যয়ের মধ্যে প্রশাসনিক খরচ হিসেবে ৩৪৯.৭১ কোটি টাকা ব্যয় হয়েছে। অন্যদিকে, কংগ্রেস নির্বাচনী খরচে ৬১৯.৬৭ কোটি টাকা এবং প্রশাসনিক ও সাধারণ খরচে ৩৪০.৭০ কোটি টাকা ব্যয় করেছে। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) প্রশাসনিক ও সাধারণ খরচে সর্বোচ্চ ৫৬.২৯ কোটি টাকা এবং কর্মচারী খরচে ৪৭.৫৭ কোটি টাকা ব্যয় করেছে।

আরও পড়ুন-অর্জুন বনাম অর্জুন, এফআইআর দায়ের স্ত্রীর

এর পাশাপাশি অন্য ছয়টি জাতীয় দল যেমন বিজেপি, কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী), আম আদমি পার্টি এবং ন্যাশনাল পিপলস পার্টি মোট ২,৬৬৯.৮৬ কোটি টাকার সম্মিলিত আয় ঘোষণা করেছে। বিজেপি, কংগ্রেস এবং আম আদমি পার্টির মোট আয়ের ৪৩.৩৬% (২,৫২৪.১৩ কোটি টাকা) এসেছে এখন বিলুপ্ত নির্বাচনী বন্ড স্কিমের মাধ্যমে প্রাপ্ত অনুদান থেকে।বিজেপি ১,৬৮৫.৬২ কোটি টাকার নির্বাচনী বন্ড পেয়েছে, কংগ্রেস পেয়েছে ৮২৮.৩৬ কোটি টাকা এবং আম আদমি পার্টি পেয়েছে ১০.১৫ কোটি টাকা।

Latest article