প্রতিবেদন : দিঘায় নির্মীয়মাণ জগন্নাথ মন্দির পরিচালনার জন্য মুখ্যসচিবের নেতৃত্বে ২৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ইসকন, পুরীর জগন্নাথ মন্দির, দিঘার মাসির বাড়ি, কালীঘাট মন্দির, রামকৃষ্ণ মিশন-সহ একাধিক প্রতিষ্ঠানের একজন করে সদস্যকে রাখা হয়েছে। বৃহস্পতিবার নবান্নে এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হল।
আরও পড়ুন-অপুষ্টি, দারিদ্র্য ও জনশিক্ষায় বিহারের সমতুল্য, মোদি-শাহের ‘মডেল’ গুজরাত : সমীক্ষার রিপোর্ট
মন্দিরের উদ্বোধন-সহ অন্যান্য বিষয় এদিনের বৈঠকে উঠে আসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কমিটির সদস্যরা বৈঠকে যোগ দেন। পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি এই বৈঠকে যোগ দিয়েছিলেন। ছিলেন কমিটির অন্যান্য সদস্যরা। অক্ষয় তৃতীয়ার দিন সৈকতসুন্দরী দিঘায় গড়ে ওঠা জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরের কাজ প্রায় শেষ পর্যায়ে। যেটুকু কাজ বাকি আছে দ্রুতগতিতে তা শেষ করার তৎপরতা চলছে। জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের আগের দিন অর্থাৎ ২৯ এপ্রিল থেকে মন্দির চত্বরে শুরু হবে যজ্ঞ ও প্রাণপ্রতিষ্ঠা। এছাড়াও ওই অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে করবে হিডকাে।