কেরলে সাংগঠনিক শক্তি বাড়ল তৃণমূলের

কেরলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক তথা প্রাক্তন বিধায়ক পি ভি আনওয়ারের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানেই এই নেতারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷

Must read

প্রতিবেদন: কেরলে সাংগঠনিক বিস্তারের কাজ শুরুর পরেই সাংগঠনিক শক্তি বৃদ্ধি হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের৷ বৃহস্পতিবার কেরল কংগ্রেস (ডেমোক্র্যাটিক)-এর চেয়ারম্যান সাজি মঞ্জাকাদাম্বিল এবং তাঁর সহযোগী নেতারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন৷ কেরলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক তথা প্রাক্তন বিধায়ক পি ভি আনওয়ারের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানেই এই নেতারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷

আরও পড়ুন-বাংলাদেশে নতুন দলের ঘোষণা তারপরই শুরু মারপিট-বিক্ষোভ

দিনকয়েক আগেই কেরলের মাল্লাপুরমে রাজনৈতিক সম্মেলনের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস৷ দলের রাজ্যসভার নেতা ডেরেক ‘ও ব্রায়েন এবং লোকসভার সাংসদ মহুয়া মৈত্র এই সম্মেলনে যোগদান করে কেরলবাসীর প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দায়িত্ব, কর্তব্য এবং ভবিষ্যত ভাবনার কথা ব্যাখ্যা করেন৷ এই সম্মেলনে যোগদান করার জন্য কেরলের আমজনতার মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়। তখনই বোঝা গিয়েছিল, অদূর ভবিষ্যতে দক্ষিণের এই রাজ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে সক্ষম হবে বাংলার শাসক দল৷ বৃহস্পতিবার কেরল কংগ্রেস (ডেমোক্র্যাটিক)-এর চেয়ারম্যান সাজি মঞ্জাকাদাম্বিল সদলবলে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন৷ আগামী দিনে কেরালায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে সদস্যগ্রহণ অভিযান পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন দলের রাজ্যসভার দলনেতা ডেরেকও ব্রায়েন৷ এদিন কেরল কংগ্রেসের শীর্ষনেতার যোগদানে বাড়তি উৎসাহ ও গতি পাবে দল, দাবি কেরল তৃণমূলের৷

Latest article