শ্যামল রায়, শান্তিপুর : রেল কর্তৃপক্ষ অমানবিকভাবে হকারদের স্টেশন থেকে উচ্ছেদ করে দিতে চায়। তার বিরুদ্ধে সরব হয়ে শান্তিপুর স্টেশনে আন্দোলন শুরু করলেন হকাররা। সোমবার ভারী বৃষ্টি উপেক্ষা করে স্টেশনে আইএনটিটিইউসি ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন শান্তিপুর শাখা হকার ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হল।
আরও পড়ুন : বৃষ্টির মধ্যেও জল যন্ত্রণা হবে না কলকাতায়, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ফিরহাদ হাকিমের
আওয়াজ উঠল, রাজ্যের পাশাপাশি শান্তিপুর রেলওয়ে শান্তিপুর স্টেশনের সমস্ত হকার উচ্ছেদের নোটিস জারি করেছে রেল। শ্রমিক ইউনিয়নের সভাপতি সনৎ চক্রবর্তী জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট বলে দিয়েছেন, জোর করে শ্রমিকদের উচ্ছেদ করা যাবে না। রেলের এই সিদ্ধান্ত আমরা মানছি না, মানব না। যতক্ষণ না পর্যন্ত রেলের পক্ষ থেকে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে, ততক্ষণ এই আন্দোলন চলবে।’ এই আন্দোলনে পূর্ব রেল শান্তিপুর শাখা হকার ইউনিয়নও আন্দোলনে সামিল হয়েছে। এমনিতেই একের পর এক লকডাউনে রেলের হকারদের না খেয়ে দিন কাটাতে হয়েছে। তাঁদের পরিবারগুলি দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটিয়েছে। এই অবস্থায় রেলের এই সিদ্ধান্ত কিছুতেই মানা সম্ভব নয়। স্টেশনে বিক্ষোভ কর্মসূচির পরে হকার ইউনিয়নের পক্ষে একটি প্রতিবাদ মিছিল বেরোয়।