কাল মোহনবাগান বনাম মুম্বই সিটি

নিজেদের উদ্দীপ্ত করা কঠিন, বলছেন মোলিনা

Must read

প্রতিবেদন : দুই ম্যাচ হাতে রেখেই আইএসএল লিগ-শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। উৎসব ভুলে নক আউটের আগে লিগের শেষ দুই ম্যাচ খেলতে নামছে জোসে মোলিনার দল। প্রথমটি শনিবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তাদের মাঠে। মুম্বইয়ের বিরুদ্ধে মোহনবাগানের রেকর্ড বেশ খারাপ। তবে ছবিটা বদলাতে মরিয়া মোলিনার দল। কিন্তু শিল্ড জিতে যাওয়ায় মোটিভেশন ধরে রাখা যে কঠিন, তা মানছেন বাগানের (Mohun Bagan) স্প্যানিশ বস।

আরও পড়ুন- বাংলাদেশে নতুন দলের ঘোষণা তারপরই শুরু মারপিট-বিক্ষোভ

শুক্রবার মুম্বই রওনা হচ্ছে দল। তার ৪৮ ঘণ্টা আগে যুবভারতীতে সাংবাদিক সম্মেলনে এসে মোলিনা বললেন, ‘‘লিগ-শিল্ড জিতে নেওয়ার পর বাকি ম্যাচগুলোর জন্য নিজেদের উদ্দীপ্ত করা সত্যিই কঠিন। কারণ, সেমিফাইনাল প্রায় এক মাস পর। তার আগে আমাদের লিগের শেষ দুটো ম্যাচ খেলতে হবে। কিন্তু এখানেই আমাদের মোটিভেশন ধরে রাখার পরীক্ষা। আমাদের কাজ করে যেতে হবে। পরিশ্রম চালিয়ে যেতে হবে। রিল্যাক্স করা যাবে না, পরিশ্রম থামিয়ে দিলে চলবে না। প্রতিদিন লড়াই চালিয়ে যেতে হবে। আমরা এখনও উন্নতি করতে পারি। আরও ভাল খেলতে পারি। খেলোয়াড়দের বলছি, কাজ শেষ হয়নি। শেষ দুই ম্যাচেও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। এরপর একটু রিল্যাক্স করতে পারি। কিন্তু সেমিফাইনালের আগে ফিরতে হবে শক্তিশালী হয়ে।’’
সবুজ-মেরুন জার্সিতে দু’বার শিল্ড জিতলেও মুম্বইয়ের হয়ে খেতাব জয়কেই এগিয়ে রাখছেন আপুইয়া। বললেন, ‘‘মুম্বইয়ের হয়ে শিল্ড জয় ছিল স্পেশাল। কারণ, তখন চ্যাম্পিয়ন্স লিগ ওয়ানে খেলার সুযোগ পেয়েছিলাম। এখন আমরা চ্যাম্পিয়ন্স লিগ টু-এ খেলি।’’

Latest article