কং উপমুখ্যমন্ত্রী কি বিজেপির দিকে পা বাড়াচ্ছেন? জল্পনা

Must read

প্রতিবেদন: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার (dk shivakumar) একইসঙ্গে কোয়েম্বাটুরে শিবরাত্রি পালন করেছেন৷ এরপরেই শুরু হয়েছে জল্পনা, তাহলে কি এবার হেভিওয়েট কংগ্রেস নেতা ডিকে শিবকুমারও (dk shivakumar) শিবির পরিবর্তন করে বিজেপিতে যোগদান করতে চলেছেন? সূত্রের দাবি, কংগ্রেসের অন্দরেও এই ইস্যুতে প্রবল ফিসফাস শুরু হয়েছে৷ তামিলনাড়ুর কোয়েম্বাটুরে একটি সংগঠনের আমন্ত্রণে শিবরাত্রি পালন করেছেন ডিকে শিবকুমার৷ একই সময়ে একই জায়গায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও৷ এরপরেই শিবকুমারের অবস্থানকে ঘিরে উঠতে শুরু করেছে প্রশ্ন৷ এমন একটি সংগঠনের অনুষ্ঠানে শিবকুমার কেন গেলেন যে সংগঠনের শীর্ষ ব্যক্তি কংগ্রেস নেতাদের সম্পর্কে বহুবার বিরূপ মন্তব্য করেছেন? প্রশ্ন তুলেছেন এআইসিসি সম্পাদক পিভি মোহন৷ একইরকমভাবে কংগ্রেসের অন্দরে নানারকম ভাষ্য শোনা যাচ্ছে শিবকুমারের শিবির পরিবর্তনের সম্ভাবনা নিয়েও৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা কাকতালীয়ভাবে একই জায়গায় শিবরাত্রি পালন করছেন, এই ব্যাখ্যা মেনে নিচ্ছেন না কংগ্রেসের প্রথমসারির অনেক নেতা নেত্রীই৷ তীব্র হচ্ছে মুখ্যমন্ত্রী কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদপ্রত্যাশী দলবদলের জল্পনা৷

আরও পড়ুন- খেলা শুরু করে দিয়েছে ওরা, সতর্ক হতে হবে আরও

Latest article