বহু বিতর্কের পর সরলেন মাধবী, সেবি-র নয়া চেয়ারম্যান তুহিনকান্ত পাণ্ডে

Must read

একাধিক বিতর্ক। তাই তিন বছরের মেয়াদ শেষ হতেই সেবি’র বর্তমান চেয়ারম্যান মাধবী পুরী বুচকে সরিয়ে দিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থ সচিব এবং রাজস্ব বিভাগের সচিব তুহিনকান্ত পাণ্ডেকে (Tuhin Kanta Pandey) ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া-র নয়া চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হল।

আরও পড়ুন- নেপাল-পাকিস্তানে ভূমিকম্প, কেঁপে উঠল দার্জিলিং-শিলিগুড়িও

বুচের মেয়াদ শেষ হচ্ছে ২৮ ফেব্রুয়ারি। আদানি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত বিদেশি তহবিলে বুচ (Tuhin Kanta Pandey) বিনিয়োগ করেছেন বলে অভিযোগ করেছিল ‘হিন্ডেনবার্গ রিসার্চ’। শুধু তাই নয় সেবি-র আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। তবে যেটা দেখার বিষয় তা হল, বুচের পূর্বসূরী অজয় ত্যাগী এবং ইউ কে সিনহা, দু’জনেই ৪ এবং ৬ বছর বর্ধিত মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন। তুহিনকান্ত পাণ্ডেকে চলতি বছরের জানুয়ারিতেই অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগের সচিব পদে নিয়োগ করা হয়েছিল।

Latest article