নিম্নমুখী সেনসেক্স (Sensex)। শেয়ার বাজারে রক্তক্ষরণ অব্যাহত। শুক্রবার দুপুর পৌনে চারটে নাগাদ সেনসেক্সের সূচক পড়ল ১৪১৪.৩৩ পয়েন্ট। মাথায় হাত বিনিয়োগকারীদের। ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্ক হুমকির জেরেই ভারতীয় শেয়ার বাজারে এই পতন জারি রয়েছে। এই আবহে বিনিয়োগকারীদের প্রায় সাড়ে সাত লক্ষ কোটি টাকা ‘ভ্যানিশ’ হয়ে গিয়েছে সকালেই।
আরও পড়ুন- বদ্রীনাথে ভয়ঙ্কর তুষারধস, বরফের নীচে আটকে ৫৭ শ্রমিক
এদিন শেয়ার বাজারে পতন ঘটেছে ইন্দাসইন্দ ব্যাঙ্ক, ইনফোসিস, টাটা স্টিল, টাটা মোটরস, মারুতি, এইচ সি এল টেক, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টেক মাহিন্দ্রা, উইপ্রো- সহ বিভিন্ন শেয়ারের। আজও আন্তর্জাতিক বাজারে পতন ঘটেছে ভারতীয় টাকার দামে। ১ মার্কিন ডলারের অনুপাতে ভারতীয় টাকার দাম দাঁড়িয়েছে ৮৭ টাকা ৩৮ পয়সা। এদিকে নিফটি ৪০০ পয়েন্টেরও বেশি পড়ে গিয়েছে। গত ৬ মাসে নিফটি পড়েছে ৯.৮৮ শতাংশ।