গণছাঁটাইয়ের অধিকার নেই! কোর্টের নির্দেশে মুখ পুড়ল ট্রাম্প প্রশাসনের

Must read

আমেরিকায় গণহারে কর্মীছাঁটাই (mass layoffs) আটকে দিল আদালত। ক্ষমতায় আসার পর থেকেই সরকারি দফতরে কর্মীসংখ্যা কমাতে উদ্যোগী হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে সমর্থন করেছেন এলন মাস্ক। কিন্তু দুই কর্তার পরিকল্পনা আপাতত আটকে দিল আমেরিকার আদালত।

আরও পড়ুন- বিনিয়োগকারীদের মাথায় হাত! শেয়ার বাজারে ‘ভ্যানিশ’ সাড়ে ৭ লক্ষ কোটি টাকা

সম্প্রতি হোয়াইট হাউসের কর্মী ব্যবস্থাপনা দফতর থেকে আমেরিকার সমস্ত সরকারি কর্মীদের মেইল করে বলা হয় এক সপ্তাহের কাজের হিসাব দু’দিনের মধ্যে জমা দিতে হবে কর্মীদের। সেটা না হলে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হবে। এরপরই ক্ষোভ বাড়তে থাকে মার্কিন মুলুকের সরকারি কর্মীদের মধ্যে। এবার সান ফ্রান্সিসকোর এক ফেডারেল বিচারক সংশ্লিষ্ট দফতরকে ছাঁটাইয়ের নির্দেশ প্রত্যাহার করতে বলেছেন বলে জানা যাচ্ছে।

Latest article