পৈশাচিক! নারকীয়! নৃশংস! বিজেপি শাসিত মধ্যপ্রদেশে জঙ্গলরাজ চলছে। আবার সেখানে পৈশাচিক নির্যাতনের শিকার হল ৫ বছরের নিস্পাপ এক শিশু (Madhya Pradesh Rape)। বাংলা হলে তো রে রে পড়ে যেত রাত দখলের কাণ্ডারিদের। তাঁরা এখন কোথায়? কই, একটা বিবৃতিও তো নেই! কী নারকীয় ঘটনা ঘটেছে বিজেপি-রাজ্যে? বিজেপি-রাজ্য বলেই কি সব চুপ? মুখ্যমন্ত্রী মোহন যাদব, আর কতদিন সাইলেন্ট মোডে থাকবেন? এই জঙ্গলরাজর পর কোনও উত্তর কি আছে আপনার কাছে? নাকি এটাই বিজেপির ডবল ইঞ্জিন মডেল?
কী নির্মম ঘটনা! দেওয়ালে মাথা ঠুকে ঠুকে অকথ্য আঘাত করা হয়েছে ছোট্ট শিশুটিকে (Madhya Pradesh Rape)। তারপর আঁচড়, কামড়ের দাগ শরীরে। গোপনাঙ্গ ক্ষতবিক্ষত। গোয়ালিয়রের কমলা রাজা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গোপনাঙ্গে ২৮টি সেলাই করতে হয়েছে। কোলোস্টমি অস্ত্রোপচারও করা হয়েছে। দু’ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পরও শিশুর অবস্থা সঙ্কটজনক। নির্যাতনের পর থেকেই সে সম্পূর্ণ বাকরুদ্ধ। একটা শব্দও উচ্চারণ করেনি। এদিকে অভিযুক্ত ১৭ বছরের কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তাকে দেখানো হচ্ছে ‘নাবালক অভিযুক্ত’ হিসেবে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোর মদ্যপ অবস্থায় শিশুটিকে যৌন নিপীড়ন ও ধর্ষণ করে। মধ্যপ্রদেশের শিবপুরীর বাসিন্দা নির্যাতিতা শিশুটি গত ২৩ ফেব্রুয়ারি নিখোঁজ হয়ে গিয়েছিল। দু’ঘণ্টা পর তাকে সংজ্ঞাহীন ও রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার করা হয়। শিশুর পরিবার দোষী কিশোরের ফাঁসির দাবি জানিয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে সোচ্চার হয়েছেন। বিরোধীরা ফাঁসির দাবিতে সরব।
আরও পড়ুন- চুলোয় লগ্নি, বাণিজ্য সম্মেলনে খবার নিয়ে মারামারি মধ্যপ্রদেশে