আরজি কর : দেখাই করলেন না, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ বাবা-মা

আরজি করে মৃতার বাবা-মায়ের সঙ্গে দেখাই করলেন না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। অনেক আশা নিয়ে দিল্লি গেলেও কেন্দ্র কার্যত পাত্তাই দিল না।

Must read

প্রতিবেদন : আরজি করে মৃতার বাবা-মায়ের সঙ্গে দেখাই করলেন না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। অনেক আশা নিয়ে দিল্লি গেলেও কেন্দ্র কার্যত পাত্তাই দিল না। দেখা করতে চেয়ে রাষ্ট্রপতিকে মেইল করলে জানিয়ে দেওয়া হয় ‘সময় নেই’। এর আগে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও দেখা করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন। কিন্তু কোনও জবাবই মেলেনি।

আরও পড়ুন-ভবিষ্যৎ অনিশ্চিত, প্রতীপের মন দাবায়

শুক্রবার দিল্লি থেকে ফিরে কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন মৃতার বাবা। এর আগে তদন্ত নিয়ে বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কুৎসিত আক্রমণ করেছিলেন তাঁরা। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ই সবার প্রথম তাঁদের বাড়ি গিয়েছিলেন। অপরাধীর ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছিলেন। আসলে বঙ্গ বিজেপির নেতারা অনেক আশ্বাস ও বড় বড় কথা বললেও কাজের কাজ কিছুই করেনি। সবই ফাঁকা আওয়াজ। সঞ্জয় রাইকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশই। দিল্লি থেকে কার্যত খালি হাতেই ফিরলেন তাঁরা। কখনও রাজ্য পুলিশে আস্থা, কখনও সিবিআইতে আস্থা, বারবার বয়ান বদলের জেরেই কি এই পরিস্থিতি? এসবের মধ্যে সিবিআই প্রধান দিল্লিতে তাঁদের সঙ্গে কিছুক্ষণের জন্য দেখা করেছেন বলে খবর। তবে অতীতে একাধিকবার সিবিআই তদন্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। এরপরে কী বলবেন বিজেপি নেতারা? মুখ লুকোনোর জায়গা খুঁজে পাবেন তো?

Latest article