প্রতিবেদন : আগামী ১০ মার্চ থেকে রাজ্য বিধানসভার (Bidhansabha) বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের সূচনা হবে। এই পর্বে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের দফাওয়ারি বাজেট বরাদ্দ নিয়ে বিধানসভায় আলোচনা হবে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপাতত ঠিক হয়েছে সরকারের ছ’টি গুরুত্বপূর্ণ দফতরের বাজেট বরাদ্দ নিয়ে অধিবেশনে আলোচনা হবে।
আরও পড়ুন-বৈঠকে মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব ও জেলাশাসকরা, ডেঙ্গি সতর্কতা জারি প্রশাসনের
৭ মার্চ বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। সেখানে এই অধিবেশনের সূচি চূড়ান্ত করা হবে। তবে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বাজেট বরাদ্দ নিয়ে এই অধিবেশনে আলোচনা হবে কি না সেবিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে অধ্যক্ষ জানান। এদিকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় বিধানসভায় বক্তব্য রাখার আগ্রহ প্রকাশ করার প্রেক্ষিতে অধ্যক্ষ জানিয়েছেন, বাজেট অধিবেশন শেষ হলেই তিনি বিষয়টি নিয়ে উপরাষ্ট্রপতির দফতরের সঙ্গে যোগাযাগ করার চেষ্টা করবেন।