প্রতিবেদন : ছোট জমির ক্ষেত্রেও এখন কড়া পুর-আইনের ভয় নেই। জমি যতই ছোট হোক, আবেদন করলেই কাগজপত্র দেখে বাড়ি তৈরির অনুমোদন দেবে কলকাতা পুরসভা। তিন কাঠারও ছোট জমি এমনকী, আধ কাঠা জমির ক্ষেত্রে রেশিও অনুযায়ী ‘কম সে কম’ ছাড় দিয়ে প্ল্যান সাংশন করছে পুর-কর্তৃপক্ষ। শুক্রবার মেয়র পারিষদের বৈঠক থেকেও এমন কয়েকটি জমির অনুমোদন দেওয়া হয়েছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই ঘোষণাও করেন মেয়র ফিরহাদ হাকিম।
আরও পড়ুন-মহিলা তৃণমূলের সম্মেলনে বিপুল সাড়া
তিনি জানান, মেয়র পারিষদের বৈঠকে আজও কয়েকটি ৩ কাঠারও ছোট জমিতে বাড়ির প্ল্যান স্যাংশন দেওয়া হল। ১১৬ নং ওয়ার্ডে একটি এক কাঠা আধ ছটাক জমি, ১১০ নং ওয়ার্ডে ২ কাঠার কম একটি জমি, ১০৮ নং ওয়ার্ডের উত্তর পঞ্চান্নগ্রামে এক কাঠারও ছোট একটি জমির প্ল্যান স্যাংশন দেওয়া হয়েছে। জমি যতই ছোট হোক, কাগজপত্র ঠিক থাকলেই অনুমোদন দেওয়া হবে। এর আগের মেয়র পারিষদের বৈঠকেও একটি ছোট জমির প্ল্যান স্যাংশন করা হয়েছিল। মানুষ যাতে নিজের ছোট জমিতে আইনানুযায়ী চারপাশে নির্দিষ্ট ছাড় দিয়ে প্ল্যান স্যাংশনে বিমুখ না হন, তার জন্যই নূন্যতম ছাড় দিয়ে সেইসব জমির ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। সব ঠিক থাকলে আবেদনের ১৫ দিনের মধ্যেই ছাড়পত্র মিলবে। এতে অসাধু প্রোমোটারদের খপ্পরে পড়ে বেআইনি নির্মাণের প্রবণতাও কমবে বলে আশাবাদী পুর-কর্তৃপক্ষ।