সংবাদদাতা রায়গঞ্জ : এমএলএ সুপার গোল্ড কাপ ফুটবল ফাইনাল হল শুক্রবার। ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারেও ইটাহার চেকপোষ্ট এলাকার বৈদড়া ফুটবল মাঠে রায়গঞ্জ, মালদহ, বালুরঘাট, কলকাতার মোট ৮টি দল এই নক আউট ফুটবল খেলায় অংশ নেয়। শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হয় ওল্ড মালদহ যুবদল ও ইটাহার জয়হাট একাদশ।
আরও পড়ুন-লেবার স্ট্যান্ডিং কমিটির বৈঠক, ঋতব্রতর প্রশ্নে দিশাহারা কেন্দ্র
খেলাকে ঘিরে মাঠ প্রাঙ্গনে দুই মহিলা ফুটবল দলের প্রদর্শনী খেলার আয়োজন করা হয়। মাঠ প্রাঙ্গনে আতসবাজি ফাটিয়ে খেলার সুচনা করেন, বিধায়ক মোষারফ হোসেন, ছিলেন বিডিও দিবেন্দু সরকার, ইটাহার থানার আইসি সুকুমার ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার, মজিবুর রহমান,জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ কার্তিক দাস, সুন্দর কিস্কু, পঞ্চায়েত প্রধান রফিক উদ্দিন শেখ সহ বিশিষ্ট ব্যাক্তিরা। রুদ্ধশ্বাস খেলার শেষে টাইব্রেকারে জয়ী হয় ওল্ড মালদহ। খেলাকে ঘিরে মাঠে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।