সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal tiger) সংখ্যা বাড়ছে। খুশির হাওয়া বন দফতরে। পশ্চিমবঙ্গে গত ১৫ বছরে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়েছে ২৮ টি। ২০২৫ সালে ব্যাঘ্র শুমারির রিপোর্টে এই খবর প্রকাশ্যে এসেছে। এতে দেখা যাচ্ছে, সুন্দরবনে বাঘের সংখ্যা পেরলো ১০০! ২০১০ সালে বাংলায় বাঘ ছিল ৭৪ টি। ২০২৫-এ তা বেড়ে হল ১০২। তার মধ্যে সুন্দরবনেই ১০১টি।
আরও পড়ুন- স্বস্তি নেই সাধারণ মানুষের, বাড়লই বাণিজ্যিক গ্যাসের দাম
রাজ্যের বন দফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা জানিয়েছেন, “জঙ্গল বেড়েছে। ফলে বাংলায় বাঘের সংখ্যা ক্রমশ বাড়ছে। ২০২৫ সালের ব্যাঘ্র গণনা অনুযায়ী বাংলায় বাঘের সংখ্যা ১০২।” শনিবার বান্দোয়ানের কুইলাপালে জিনাত বন্দি সাফল্যে দ্বিতীয় ধাপে ৫২ জনকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শংসাপত্র প্রদান করেন বনমন্ত্রী। প্রথম ধাপে ৩ জনকে অরণ্যভবনে দেওয়া হয়েছিল।