প্রতিবেদন : অনেক কসরত করে বরফের নিচে থেকে উদ্ধার করা সম্ভব হলেও শেষরক্ষা হল না। বাঁচানো গেল না বদ্রীনাথধামের (Badrinath) কাছে হিমবাহ ভেঙে পড়ে বরফের নিচে চাপা পড়া ৪ শ্রমিককে। হাসপাতালে চিকিৎসা চলার সময়ই মৃত্যু হয় তাঁদের। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সবমিলিয়ে ৪৭ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তবে বরফের নিচে আরও অন্তত ৫ জন এখনও আটকে রয়েছে বলে প্রশাসনসূত্রে জানা গিয়েছে। অবিরত ভারী তুষারপাত, বৃষ্টি এবং পাহাড়ি ধস পদে পদে বিঘ্ন ঘটাচ্ছে উদ্ধারের কাজে। এরই মধ্যে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী।
তুষারপাতে শনিবার সকাল থেকে বিপর্যস্ত হয়ে পড়েছে কর্ণপ্রয়াগের কাছে হৃষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়ক। শুক্রবার সকাল থেকেই অবশ্য চামোলির মানা গ্রামে জাতীয় সড়ক কার্যত স্তব্ধ হয়ে যায় হিমবাহ ভেঙে পড়ার কারণে।
প্রায় একই ছবি পাশের হিমাচল প্রদেশেও। বিরাম নেই ভারী বৃষ্টি এবং তুষারপাতের। সেইসঙ্গে হড়পা বান আর ভূমিধসও। বিপর্যস্ত পাহাড়ের জনজীবন। বন্ধ হয়ে গিয়েছে ৫৮৩টিরও বেশি সড়ক। এরমধ্যে আছে ৫টি জাতীয় সড়কও।
আরও পড়ুন- বেনজির বিতণ্ডা ট্রাম্প-জেলেনস্কির, তাল কাটল খনিজ চুক্তি বাতিল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায়