প্রতিবেদন : যুবভারতীর পুনরাবৃত্তি মুম্বই এরিনায়। আইএসএলের প্রথম লেগের মতো ফিরতি পর্বেও ০-২ এগিয়ে মুম্বই সিটি এফসি-র সঙ্গে ২-২ ড্র করল টানা দু’বারের লিগ-শিল্ড জয়ী মোহনবাগান। ঘরের মাঠে ম্যাচের শেষ প্রায় ৪০ মিনিট দশজনে খেলেও পয়েন্ট কাড়ল পিটার ক্র্যাটকির দল। সেই সঙ্গে দুই ম্যাচ হাতে রেখে প্লে-অফের দিকে পা বাড়াল মুম্বই।
মুম্বই সিটি আইএসএলে বরাবারই সবুজ-মেরুনের শক্ত গাঁট। এর আগে ১১ বারের সাক্ষাতে মাত্র একবারই জিতেছিল মোহনবাগান। এবার বাগান-সমর্থকরা আশায় ছিলেন, টানা পাঁচ ম্যাচ জিতে রেকর্ড পয়েন্ট নিয়ে লিগ-শিল্ড জিতে নেওয়া জোসে মোলিনার দল প্রথমবার মুম্বইকে তাদের ঘরের মাঠে হারাবে। শিল্ড জয়ীরা প্রতিপক্ষের কাছে গার্ড অফ অনার পেলেও মুম্বই এরিনায় ইতিহাস বদলাল না। প্রথমার্ধে জেমি ম্যাকলারেন ও দিমিত্রি পেত্রাতোসের গোলে এগিয়ে গিয়েও ম্যাচ ড্র করে এক পয়েন্ট পেল মোহনবাগান। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট মোলিনার দলের। ২২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই মুম্বই। দিমিত্রিরা জয় হাতছাড়া করায় ইস্টবেঙ্গলের প্লে-অফে ওঠার আশা কমল।
আরও পড়ুন-একা সুনীলকে নিয়ে ভাবছে না ইস্টবেঙ্গল
আরব সাগরের তীরে জয়ের ডাবল হ্যাটট্রিক আটকে যাওয়ায় সবুজ-মেরুনের লিগ-শিল্ড জয়ের উৎসব কিছুটা ফিকে হল। স্থানীয় মোহনবাগান সমর্থকরা এদিন মুম্বই এরিনায় গ্যালারি ভরিয়েছিলেন। সর্বোচ্চ পয়েন্ট নিয়ে শিল্ড জিতে নেওয়ায় প্রথম একাদশে মোহনবাগান কোচ কিছু পরিবর্তন করেন। উপভোগ্য প্রথমার্ধের ৩২ মিনিটে মোহনবাগানকে এগিয়ে দেন ম্যাকলারেন। ডিফেন্সে ব্যাক পাস দিতে গিয়ে ভুল করেন মুম্বইয়ের ভ্যান নিফ। সেই ব্যাক পাস ধরে বক্সে ঢুকে বল জালে জড়ান ম্যাকলারেন। গ্যালারিতে ছিলেন জেমির বাবা-মা। ছেলের গোলে উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা। পিছিয়ে পড়ে ছাংতে, বিক্রমপ্রতাপদের পাল্টা আক্রমণে প্রায় গোল শোধ করে ফেলেছিল মুম্বই। তবে ৪১ মিনিটে দিমিত্রির গোলে ব্যবধান বাড়িয়ে ফেলে মোহনবাগান। লিস্টন কোলাসোর ক্রস প্রতিহত করার চেষ্টা করেন মুম্বই গোলরক্ষক পূর্বা লাচেনপা। কিন্তু বল সরাসরি যায় দিমিত্রির কাছে। তিনি ঠিকমতো শট নিতে না পারলেও বল জালে জড়িয়ে যায়।
দ্বিতীয়ার্ধে মুম্বইয়ের ফিজিক্যাল ফুটবলে খেলা বেশ চড়া মেজাজের হয়। ৫৭ মিনিটে একটি গোল শোধ করে মুম্বই। গোল করেন জন টোরাল। এর পরের মিনিটেই ধাক্কা খায় মুম্বই। শুভাশিস বসুকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বিক্রমপ্রতাপ সিংকে। রেফারির এই সিদ্ধান্ত নিয়ে রয়েছে প্রশ্ন। তবে গ্যালারির সমর্থন নিয়ে ১০ জন হয়েও মরিয়া লড়াই করে ৮৮ মিনিটে ম্যাচে সমতা ফেরায় মুম্বই। বল বার করতে গিয়ে ভুল করেন বিশাল কাইথ। গোল করেন নাথান রডরিগেজ।
শনিবার ফেডারেশনের অনূর্ধ্ব ১৫ জুনিয়র লিগে অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমিকে ৭-১ গোলে উড়িয়ে কলকাতা পর্বে চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত রাউন্ডে উঠল। জেসন কামিন্স জুনিয়র ফুটবলারদের সঙ্গে সময় কাটান।