হরিয়ানার (Haryana) হিসর জেলার আজ়াদ নগর এলাকায় মায়ের প্রতি মেয়ের ন্যক্কারজনক আচরণ। বৃদ্ধার নাম নির্মলা দেবী। অভিযোগ করা হয়েছে তাঁর মেয়ে রিতা মায়ের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়ার চেষ্টা করেন। বৃদ্ধা রাজি না-হওয়ায় তাঁর উপর শুরু হয় অকথ্য অত্যাচার। পুলিশকে তরুণীর ভাই এই মর্মে জানিয়েছেন, অনেকদিন ধরেই তাঁর মায়ের উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করছেন দিদি। তাঁকেও বাড়ি থেকে বার করে দিয়েছেন। অবশেষে পরিস্থিতি সামাল দিতে না পেরে দিদির শাস্তি এবং মায়ের নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন যুবক।
আরও পড়ুন-দুটি অনবদ্য পত্রিকা
একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হাসতে হাসতে মেয়েটি তার মাকে বলছেন, ‘‘কী মজা! তোমার রক্ত খাব এ বার।’’ বিছানার পাশে ভয়ে বসে কাঁদছেন বৃদ্ধা। হাত জোড় করে ছেড়ে দিতে বলছেন। ছাড় দেওয়া তো দূরের কথা উল্টে মায়ের উপর ঝাঁপিয়ে পড়লেন তরুণী। গালে পর পর কয়েকটি থাপ্পড় মারলেন। চুলের মুঠি ধরে তাঁকে ফেলে দিয়ে ঊরুতে কামড় বসালেন। আশ্চর্যের বিষয় বৃদ্ধার চিৎকারে কেউ তাঁকে বাঁচাতে এল না। এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধার পুত্র। তবে তারপরেও তরুণীর বিরুদ্ধে কোনরকম পদক্ষেপ করা হয়নি।
আরও পড়ুন-প্রয়াত আলতাফ, শোক মুখ্যমন্ত্রীর
তরুণীর ভাই এই বিষয়ে জানিয়েছেন, দু’বছর আগে তাঁর দিদির বিয়ে হয়েছিল। কয়েকদিন পরেই যদিও তিনি তাঁর স্বামীকে নিয়ে মায়ের বাড়িতে চলে আসেন। কুরুক্ষেত্র এলাকায় তাঁদের একটি জমি ছিল। সেটি তরুণী বিক্রি করে দেন। এখানেই শেষ না, মায়ের বাড়িটিও বিক্রি করতে চান। তবে সেই সম্পত্তি মেয়ের নামে কোনমতেই লিখে দিতে রাজি হননি বৃদ্ধা। এরপর থেকেই ঝামেলা শুরু হয়। ভাইকেও তাঁরা বাড়ি থেকে বার করে দিয়েছেন। পুলিশের তরফে খবর, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে যুবকের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা এবং প্রবীণ নাগরিকদের সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় তরুণীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।