সেনাবাহিনীতে নিয়োগের নামে আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের নিশানা করা হত। তাদের থেকে এবার লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। পুণে থেকে শনিবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম সূর্যবংশী নিতিন বালাজি, লাতুর জেলার বাসিন্দা। মহারাষ্ট্র এবং কর্নাটক থেকে আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের এক এক জনের কাছ থেকে তিন লক্ষ টাকা করে নিতেন। তার পরই বেপাত্তা হয়ে যেতেন।
আরও পড়ুন-হরিয়ানায় পরিত্যক্ত সুটকেস থেকে কংগ্রেস নেত্রীর দেহ উদ্ধার
কিছুদিন আগে নান্দেড়ের এক যুবক এই ঘটনা নিয়ে অভিযোগ জানান, তাঁর কাছ থেকে পৌনে ২ লক্ষ টাকা নিয়েছেন সূর্যবংশী নামে এক ব্যক্তি। লাতুর রেলস্টেশনে সূর্যবংশীর সঙ্গে তাঁর পরিচয় হওয়ার পর যুবক জানান সেনার চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। সেটা জানার পর সূর্যবংশী দাবি করেন, তিনি সেনার একজন আধিকারিক। পুণের সাদার্ন কমান্ডের সদর দফতরে কর্মরত। কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপরেই সাদার্ন কমান্ডের সদর দফতরের সামনে ওই যুবককে টাকা নিয়ে দেখা করতে বলেন সূর্যবংশী। টাকা নিয়ে সেখানে হাজির হন ওই যুবক। এরপর নিয়োগ কবে হবে, কবে নিয়োগপত্র পাবেন জানার জন্য সূর্যবংশীকে ফোন করলে তাঁর ফোন বন্ধ পান তিনি। অবশেষে পুলিশের দ্বারস্থ হন ওই যুবক। তদন্তে নেমে পুলিশ পুণে থেকে সূর্যবংশীকে গ্রেফতার করে।
আরও পড়ুন-হরিয়ানায় সম্পত্তির লোভে মায়ের প্রতি নৃশংস আচরণ মেয়ের
তবে লাতুরের ওই যুবক শুধু একা নন, মহারাষ্ট্র এবং কর্নাটকের বেশ কয়েক জন যুবকের কাছ থেকে এভাবেই টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান সূর্যবংশী। গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।