প্রতিবেদন : তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার ঢোকানোর অভিযোগ করেছিলেন। নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছিলেন নেতাজি ইন্ডোরের দলীয় সভা থেকে। এরপর তৃণমূলের তরফে স্ক্রুটিনি শুরু হতেই সাফাই গেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন-এদের মতোই কারও হাতে খুন স্বপ্নদীপ, বললেন বাবা
তারপর দলনেত্রী ফের একবার স্পষ্ট করে দিলেন, ভোটার তালিকার বুথভিত্তিক, ঠিকানাভিত্তিক স্ক্রুটিনি চলবে। কমিশন যে সাফাই-ই দিক না কেন, সংবাদমাধ্যম যে কথাই লিখুক না কেন, সন্তুষ্ট হবার কারণ নেই। স্ক্রুটিনির কাজ চলবে। মহারাষ্ট্র, দিল্লির চক্রান্ত বাংলার মাটিতে চলবে না। ওদের সব ষড়যন্ত্র ভেঙে চুরমার করে দেবে বাংলাই। বিজেপির চক্রান্ত রুখতে বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি চালিয়ে যেতে হবে। জেলায় জেলায় ভুয়ো ভোটার ধরতে অভিযান চলবে।