প্রতিবেদন : ভোটার তালিকায় কেন্দ্র আর নির্বাচন কমিশনের (Election commission) যৌথ চক্রান্তে ভুয়ো ভুতুড়ে ভোটার ঢোকানো হয়েছে। সেই ভুতুড়ে ভোটারদের ধরতে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের বৈঠকে কমিটি তৈরি করে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন-আজ উচ্চমাধ্যমিক, বাধায় কড়া পদক্ষেপ
কমিটিতে রয়েছেন ৩৬ জন। সেই কমিটির প্রথম সভা হতে চলেছে ৬ মার্চ, বৃহস্পতিবার। তৃণমূল ভবনে দুপুর ১টায় ওই বৈঠক ডাকা হয়েছে। দলের পক্ষে সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার কমিটির সমস্ত সদস্য, জেলা সভাপতি ও চেয়ারম্যানদের উপস্থিত থাকতে অনুরোধ করেছেন। এই ভোটার লিস্ট সংক্রান্ত কমিটির দায়িত্বে রয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি।