দুবাই, ২ ফেব্রুয়ারি : রবিবার দুবাইয়ে ৩০০তম একদিনের ম্যাচ খেললেন বিরাট কোহলি। গ্যালারিতে বসে সেই ম্যাচ দেখলেন স্ত্রী অনুষ্কা শর্মা। বিরাট আউট হতেই তিনি হতাশায় মাথায় হাত দিয়ে বসে পড়েন। সেই ছবি পরে ভাইরাল হয়েছে। বিরাট মাইলস্টোন-এ পা দেওয়ার ম্যাচে ১১ রানে আউট হয়েছেন। তবে তাঁর ৩০০ ম্যাচের কীর্তিতে উচ্ছ্বসিত মহম্মদ শামি, শ্রেয়স আইয়ার থেকে সতীর্থদের অনেকেই। ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের জন্য সতীর্থরা বিরাটকে অভিনন্দন জানান।
আরও পড়ুন-নেত্রীর নির্দেশে ভোটার লিস্ট নিয়ে কমিটির বৈঠক ৬ মার্চ
একদিনের আন্তর্জাতিকে ৫১টি সেঞ্চুরি রয়েছে রয়েছে তাঁর। বিরাটের ৩০০ ম্যাচ উপলক্ষে বিসিসিআই একটি ভিডিও পোস্ট করেছে। তাতে শামি বলেছেন, ৩০০টি একদিনের ম্যাচ খেলা বিশাল ব্যাপার। দেশের জন্য তুমি যা করেছ তা অসাধারণ। আমি আশা করব ফিটনেস ধরে রেখে এভাবেই তুমি আরও ম্যাচ জেতাবে। তোমার সঙ্গে খেলা যেভাবে উপভোগ করেছি, আশা করব সেভাবেই আরও অনেকদিন ব্যাপারটা চলবে। তোমাকে অনেক শুভেচ্ছা। রবিবাসরীয় ম্যাচে শ্রেয়স হাফ সেঞ্চুরি করেছেন। তিনি বিসিসিআইয়ের বার্তায় বলেছেন, তুমি তরুণদের সামনে একটা বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছ। তোমার সঙ্গে আরও অনেক ম্যাচ খেলতে চাই। আরেক তরুণ অর্শদীপ সিং চেয়েছিলেন মাইলস্টোনের ম্যাচে বিরাট যেন সেঞ্চুরি করেন, তা অবশ্য হয়নি। এদিকে, বাঁ হাতি মিস্ট্রি স্পিনার কুলদীপ যাদব বলেছেন, ৩০০তম ম্যাচের জন্য বিরাট ভাই তোমাকে অনেক অভিনন্দন। আশা করি তুমি এভাবেই ভারতকে ম্যাচ জেতাতে থাবে। আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে বিরাট বর্তমানে ৫ নম্বরে রয়েছেন। ১৪ হাজার রান করে একদিনের ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। সামনে শুধু কুমার সঙ্গকারা ও শচীন তেন্ডুলকর। গড় ৫৮।