আক্রান্ত শিক্ষামন্ত্রী, চিনে নিন হামলাকারীদের

বহিরাগত ও প্রাক্তনী গুণ্ডাবাহিনী দিয়ে শিক্ষামন্ত্রীর উপর প্রাণঘাতী হামলা এবং অধ্যাপকদের মারধরের অভিযোগে ১৮ জন মাকুনেতার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে।

Must read

প্রতিবেদন : অধ্যাপকদের অনুষ্ঠানে পূর্বপরিকল্পিত বর্বরোচিত হামলা এসএফআইয়ের লুম্পেনদের! বহিরাগত ও প্রাক্তনী গুণ্ডাবাহিনী দিয়ে শিক্ষামন্ত্রীর উপর প্রাণঘাতী হামলা এবং অধ্যাপকদের মারধরের অভিযোগে ১৮ জন মাকুনেতার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। ৭ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। ইতিমধ্যেই বীরভূমের বাসিন্দা সাহিল আলিকে (প্রাক্তনী) রবিবার সকালে প্রথমে আটক ও পরে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে নাশকতামূলক হামলা-বিশৃঙ্খলা, অধ্যাপকদের মারধর ও অশ্রাব্য ভাষায় নোংরা গালিগালাজের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

আরও পড়ুন-লাল কার্ড দেখে ডোবালেন দিয়ামানতাকোস, প্লে-অফ স্বপ্ন শেষ ইস্টবেঙ্গলের

অভিযুক্তদের মধ্যে রয়েছে ইন্দ্রানুজ রায় (বিপ্লবী ছাত্র ফ্রন্টের সদস্য), সৃজিতা বাগচি, সাগ্নিক ঘোষাল, দেবায়ুধ সান্যাল, নাদীম আনসারি (এসএফআই সদস্য), অনির্বাণ সাঁধুখা (ডিএসএফ সদস্য), দেবার্ঘ্য যশ (ডিএসএফ সদস্য), উদ্দীপন কুণ্ডু (ডিএসএফ), সুজয় মণ্ডল (ডিএসএফ), সাহিল আলি, গোলাম মুজাদ্দিন আলম, অনুষ্ণা দাস (আইএসইউ), ব্রহ্মাণী ভট্টাচার্য, মহম্মদ রাহিদুল ইসলাম (এসএফআই সদস্য), অনুগ্ধা দাস, অলিভ দাস, সোমনাথ চক্রবর্তী ও নাদিম হাজরা। এদের বিরুদ্ধে শিক্ষামন্ত্রী ও অন্যান্য অধ্যাপকদের উপর শারীরিক আক্রমণ, সরকারি সম্পত্তি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া, চুরি, হেনস্থার মতো অভিযোগ দায়ের করা হয়েছে যাদবপুর থানায়। এদের মধ্যে এফআইআর রুজু হয়েছে ইন্দ্রানুজ, অনির্বাণ, উদ্দীপন, সুজয়, দেবার্ঘ্য, সাহিল ও দেবায়ুধের নামে। শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলাকারী এই মাকু-গুন্ডাদের মুখ ধরা পড়েছে বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরায়। শনিবার ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যেভাবে বাম-গুণ্ডাবাহিনীর তাণ্ডব চলেছে, তাতেই পরিষ্কার গোটা হামলার প্রত্যেকটা পদক্ষেপই ছিল পরিকল্পিত চক্রান্ত। কে কীভাবে কোথায় পজিশন নেবে, কারা সরাসরি মন্ত্রীর গাড়িতে হামলা চালাবে, কারা অধ্যাপকদের উপর আক্রমণ করবে; সমস্ত অ্যাকশনই ছিল ঠাণ্ডা মাথার নিখুঁত পরিকল্পনা। তাতে ক্রমাগত উস্কানি দিয়েছে অতিবাম নকশালপন্থী দুষ্কৃতীরা। একঘণ্টার টানটান অপারেশনে মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে, চাকার হাওয়া খুলে তারা সেই পরিকল্পিত ষড়যন্ত্রেরই অংশ।

Latest article