বদ্রীনাথের তুষারধসে মৃত বেড়ে ৮, তেলেঙ্গানার সুড়ঙ্গে প্রাণের আশা ক্ষীণ

শনিবার দুপুর পর্যন্ত ৫০ জন শ্রমিককে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে চিকিৎসা চলাকালীন চার শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা।

Must read

প্রতিবেদন: বদ্রীনাথের (Badrinath) ভয়াবহ তুষারধসে বাড়ল মৃতের সংখ্যা। রবিবার দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মোট আটজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ৫৩ জনকে উদ্ধার করা গেছে বলে খবর মিলেছে। শুক্রবার দুপুরে আচমকাই ধস নামে বদ্রীনাথ সংলগ্ন মানা পাস এলাকায়। ৫৪ জন শ্রমিক আটকে পড়ে বলে খবর মেলে। শনিবার দুপুর পর্যন্ত ৫০ জন শ্রমিককে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে চিকিৎসা চলাকালীন চার শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা।

আরও পড়ুন-পার্কে প্রাত:ভ্রমণে টিকিট, দিল্লিতে বাড়ছে ক্ষোভ

এদিন সকাল থেকে আরও তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও। এদিকে তেলেঙ্গানার শ্রী শৈলম টানেলে আটকে পড়া শ্রমিকদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেনা আধিকারীকদের আশঙ্কা, পরিকল্পনা ছাড়াই এগিয়ে যাওয়ার চেষ্টা করলে উদ্ধারকারী দলেরই আটকে পড়ার সম্ভাবনা। নৌবাহিনীর কমান্ডোদের ব্যবহার করে শেষ চেষ্টা করা হচ্ছে। তবে যে ৪ জনের অস্তিত্ব টের পাওয়া গিয়েছিল তাঁদের সম্পর্কে আর কিছুই জানা যাচ্ছে না।

Latest article